ফুল কালার ক্যামেরার দিন শেষ ডুয়েল লাইট ক্যামেরার বাংলাদেশ!

আমাদের আশে পাশে এত বেশি ক্রাইম বেড়েছে! প্রতিনিয়ত নিউজ চ্যানেল অন করলেই দেখা যায় কোথাও চুরি হচ্ছে, কোথাও ডাকাতি হচ্ছে। এই সকল অপ্রত্যাশিত সিচুয়েশন থেকে নিজেকে এবং নিজের টেরিটোরি সেইফ রাখতে সিকিউরিটি ক্যামেরার কোন বিকল্প নেই। সেটা হতে পারে আপনার বাসা, অফিস, রেস্ট্রুরেন্ট বা কোন শপ। 

আজকে আমাদের কাছে রয়েছে মোস্ট ট্রাস্টেড Dahua ব্রান্ডের একটি বুলেট সিকিউরিটি ক্যামেরা। ক্যামেরা টির মডেল Dahua B1A21P-U-IL ❗

এটি একটি HDCVI অর্থাৎ হাই ডেফিনিশন কম্পোজিট ক্যামেরা। হাই কোয়ালিটি প্লাস্টিক ম্যাটেরিয়ালে এর বিল্ট বেশ ভালো। ওজন মাত্র .২৪ কেজি। ক্যাবল গুলোর কোয়ালিটিও খুব ভালো। পুরো এরিয়া শুধু মাত্র এরকম একটি ক্যামেরা দিয়েই কাভার করা যাবে। ক্যামেরা টি ২ মেগাপিক্সেলের এবং লেন্স ৩.৬ মি.মি.। এই কম্বিনেশনে ভিডিও রেজুলুশন হবে ১০৮০ পিক্সেল। কোন একটা ফুটেজ ক্যাপচার হওয়ার পরে আপনি যখন যুম করে দেখবেন, এর রেজুলুশন ফেটে যাবে না। ৩.৬ মি.মি পর্যন্ত ফিক্সড ফোকাস লেন্সের পাশাপাশি এতে রয়েছে ডুয়াল স্মার্ট লাইট for Multiple illumination mode. ডে লাইটে কালার ফুল ফুটেজ ক্যাপচার করবে এবং নাইট ভিশনে অন্ধকারের মধ্যেও যদি কেউ ক্যামেরা টির ৩০ মিটারের মধ্যে চলে আসে তাহলে ক্যামেরা টি তে অটো ডুয়াল লাইট অন হবে। ক্যামেরা টির IR Distance 30 Meter.

এছাড়াও এতে রয়েছে ডিজিটাল অডিও। ডিভিওর পাশাপাশি হাই ডেফিনিশন অডিও রেকর্ড করবে। 


ক্যামেরা টি তে CVI/CVBS/AHD/TVI মোড গুলো সাপোর্ট করবে। So you are gonna get standard Definition Footage, High quality Image, 1080 pixel resolution. এবং এই সুইচেবল মোড গুলো থাকার কারনে ইনডোর-আউটডোর দুইজায়গা তেই ক্যামেরা টি প্রপার কাজ করবে। যেমন CVI টেকনোলজি ডমেস্টিক পারপাসে ইউজের জন্য বেস্ট, অন্যদিকে লং ডিসটেন্স কালারের জন্য TVI বেস্ট। এছাড়াও ক্যামেরা টি IP67 ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট। তাই খুব নিশ্চিন্তে আউটডোরে ব্যবহার করা যাবে। 

এছাড়াও এই ক্যামেরা টি তে রয়েছে স্পেশাল একটি ফিচার। যেমন এটিকে আপনি নাইট  ভিশন ক্যামেরা, ফুল কালার ক্যামেরা, অথবা স্মার্ট ডুয়েট কালার ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এতে এআই ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেটিং করে নিতে পারবেন

That's it about this camera. ক্যামেরা টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আরও কোন তথ্য জানার থাকলেও কমেন্টের মাধ্যমে জানাবেন।   


দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন আর্টিকেলে ♥️

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad