Recently, আমরা Dahua র দুইটি CCTV ক্যামেরা রিভিউ করেছি আর এবার নিয়ে এসেছি Dahua বান্ডের একটি চমৎকার Digital Video Recorder S- XVR with internal SSD
এর Full Model Number টি DH-XVR1B04-I You can check from there.
এই DVR টির মূল আকর্ষণের জায়গাটিই হলো এর ভিতরে থাকা SSD
যেমনটা আমরা জানি, SSDর Better Abilities এর জন্য Monitoring এর ক্ষেত্রে এর চাহিদা বেশি। এছাড়াও, HDD এর চেয়ে এটা হিট কম প্রোডিউস করে প্লাস খুবই কম Power Consume করে যার জন্য Electricity খরচও অনেক কম।
বাজারে XVR টির ২ টি ভার্সন এ্যাভেইলেবল রয়েছে , একটা হচ্ছে ৫১২ জিবি যেটাতে প্রায় ২২ দিনের স্টোরেজ সুবিধা পাবেন, অন্যটি ১ টেরাবাইটের, যেটাতে থাকবে ৪৪ দিনের স্টোরেজ ক্যাপাসিটি।
Dahua ক্লেইম করে Correct Using Pattern এ এর এক্সপেক্টেড সার্ভিস লাইফ প্রায় ৩১ বছরের। এবং SSD এর ওয়ারেন্টি থাকবে ৩ বছরের। You think about it, this is an insane deal।
এবার দেখবো বক্সের গায়ে কি কি ডিটেইলস রয়েছে।
এতে SMD Plus অর্থাৎ Smart Motion Detection Plus যেটা হচ্ছে একটা নতুন Technology যা AI এর মাধ্যমে মানুষের এবং যানবাহনের movement accurately চিনতে পারে, যার মেইনলি ২ টা সুবিধা থাকবে, প্রথমটা হচ্ছে এটা মানুষ বা যানবাহনের জন্য Accurate এলার্ম দিবে, false alarm reduce করবে , আর দ্বিতীয়টা হচ্ছে Searching এর মাধ্যমে খুব সহজে যেকোনো স্পেসিফিক ইভেন্ট খুঁজে বের করা পসিবল।
এছাড়া এতে AI Coding এবং Smart H.265+ Technology ব্যবহার করা হয়েছে। 265 এমন একটা Codec যেটা মেইন ভিডিও সাইজকে Compress করে – without reducing the quality.
আর এই পুরো বিষয়টার মেইন Purpose হচ্ছে Storage এবং Bandwidth Cost saving plus target details maintain করা। আর এই পুরো বিষয়টা AI Coding এর মাধ্যমে কাজ করে।
High Quality Audio capture এবং Lossless transmission এর জন্য এখানে Coax Cable ইউজ করা হয়েছে। সাথে রয়েছে Zero latency Transmission Technology. অর্থাৎ কোনো ভিডিওর অডিও directly এর Audio Interface থেকেই শুনতে পারবেন কোনো Computer Processing ছাড়াই।
High Definition Image Quality থাকছে, আরও থাকছে Two Way Talk, Long distance transmission, Convenient Installation
এতে Internal SSD দেয়া থাকবে, আপনি চাইলে হার্ডডিস্কও ইউজ করতে পারেন।
Operating System হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Embedded LINUX
এটার Highest Resolution পাওয়া যাবে 1990 × 1080 megapixel. Record Rate All channel এ Highest 1-30fps পর্যন্ত থাকবে (Video Detection) এটি মানুষ ,যানবাহন এবং যেকোনো Motion খুব ভালোভাবে Detect করতে পারে, এবং False alarm reduce করে।
(Third Party Support) Dahua’r CCTV ছাড়াও অন্যান্য Brand যেমন AXIS, BOSCH, Canon, Panasonoic, ইত্যাদি CCTVও এই DVR টি Support করবে।
Now let’s talk about the ports in it -
IP Camera Input এর জন্য 4 টি পোর্ট রয়েছে। যার প্রতি চ্যানেল 2 MP পর্যন্ত Support করবে।
# Audioর জন্য রয়েছে in and out port
# Display Interface হিসেবে রয়েছে একটি HDMI এবং একটি VGA Port
# Networking এর জন্য রয়েছে 1 টি 100 Mbps এর RJ-45 Port
# Auxiliary Interface হিসেবে রয়েছে 2 USB ports (USB 2.0)
# এবং ১ টি Power Input Port
এর ওজন থাকবে 1.08kg এবং warranty থাকবে ১ বছরের.
এছাড়াও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন
যারা already CCTV Camera ইউজ করছেন অথবা নতুন কিনবেন বলে ভাবছেন তারা চাইলেই ইজি রেকর্ডিং এর জন্য এই DVR টি নিয়ে নিতে পারেন।