Dahua Wireless CCTV Camera - 360 WIFI PT Camera জানুন বাংলায়

বর্তমান সময় বিবেচনায় ইনহাউজে নিজেদের নিরাপদে রাখতে সিকিউরিটি ক্যামেরার কোন বিকল্প নেই। মোস্টলি কাজের প্রয়োজনের ম্যাক্সিমাম টাইম যাদের বাসার বাহিরে থাকতে হয় তাদের জন্য সিকিউরিটি ক্যামেরা is a Must. এছাড়াও অফিস, যেকোন শপ বা শোরুমের সব কিছু এক সাথে মনিটরিং জন্য একটি সিকিউরিটি ক্যামেরার বিকল্প কিচ্ছু নেই। 

আজকে আমাদের কাছে রয়েছে মোস্ট পপুলার Dahua Brand - এর H3A ক্যামেরা টি। এই ক্যামেরা টি Dahua Hero A1 Series এর। আজকের পুরো  আর্টিকেল এ সকল ডিটেইলস জানবো।  


ক্যামেরা বক্স টি ওপেন করলেই পেয়ে যাবেন ক্যামেরা, কিছু ইন্সট্রাকশন গাইড, পাওয়ার এডাপ্টার, ক্যাবল,  ওয়াল মাউন্ট এন্ড স্ক্রু। ক্যামেরা টির সারফেস ফ্লাট হওয়ায় টেবিল বা রুমের যেকোন সুইটেবল জায়গায় প্লেস করে রাখা যাবে। অথবা সাথে যেই মাউন্ট রয়েছে, মাউন্টের মাধ্যমে ওয়ালে ফিক্স করে নিতে পারেন। 

এটি একটি ইজি কানেক্টিং ৩৬০ ডিগ্রি Wifi Camera. DMSS App এর মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে ক্যামেরা টি খুব সহজেই অপারেট করা যাবে। ক্যামেরা টি ৩ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল দুইটি ভ্যারিয়েন্টে এভেইলেবল রয়েছে। আমাদের এই ক্যামেরা টি ৩ মেগাপিক্সেলের। 


প্রথমেই জানিয়ে দিচ্ছি ক্যামেরা টি কিভাবে কানেক্ট করবেন। ক্যামেরা টির ব্যাক পোর্শনে মাইক্রো ইউএসবি পোর্ট এবং ইথারনেট পোর্ট রয়েছে। এছাড়াও এখানে স্পিকার আছে এটার ব্যাপারে আমরা পরে জানবো। বক্সের সাথে থাকা ইউএসবি ক্যাবল টি ক্যামেরার সাথে কানেক্ট করুন। ইথারনেট ক্যাবল চাইলে কানেক্ট করতে পারেন। এরপরে প্লে স্টোর থেকে আপনার ফোনে DMSS App টি ডাউনলোড করুন। এপ এ ঢুকলে ওপরে একটি প্লাস আইকন আসবে। প্লাসে ক্লিক করে ক্যামেরার বটমে থাকা কিউয়ার কোড স্ক্যান করুন। এরপরে কোন Wifi এর আন্ডারে ক্যামেরা টি কানেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে, পাসওয়ার্ড, মেইল এড্রেস সকল ইনফর্মেশন দিলে কানেক্ট হয়ে যাবে। App এ কানেক্ট হওয়ার পরে ক্যামেরা টি কে আপনি সম্পূর্ণ আপনার মত করে একসেস করতে পারবেন।   


This is a HD or High Definition Camera. তবে কখনও Wifi সিগনাল স্টাবল না থাকলে স্ট্যান্ডার্ড ডেফিনিশন ক্যামেরা তেও কনভার্ট করা যাবে। ক্যামেরা টি তে Two Way Conversation করা যাবে। ক্যামেরার পেছনে একটি স্পিকার রয়েছে। ফোন নিয়ে আপনি যেখানেই অবস্থান করেন না কেন, ক্যামেরা যেই রুমে আছে সেখানে থাকা পার্সনের সাথে আপনি কথা বলতে পারবেন এন্ড এর মাইক্রোফোন কোয়ালিটি ও বেশ লাউড এন্ড ক্লিয়ার। তবে আপনি চাইলে এপ থেকে এই মাইক্রোফোনের অপশন টি বন্ধ ও করে রাখতে পারবেন।  


ক্যামেরা টি অটোমেটিক্যালি সব কিছু রেকর্ড করবে, এছাড়াও আপনি এপেও রেকর্ডিং এর একটি অপশন পাবেন এবং এপের মাধ্যমে যেকোন ফুটেজের স্ক্রিনশট নিতে পারবেন। 

৩৬০ ডিগ্রি ক্যামেরা হওয়ায় একটি ক্যামেরাই আপনার পুরো রুমের ভিউ কাভার করবে। আপনি চাইলে App থেকে ম্যানুয়ালি ই ক্যামেরা টি রোটেট করে লেফট-রাইট, আপ এন্ড ডাউন ইভেন ৩৬০ ডিগ্রি মোড থেকে পুরো রুমের ভিউ দেখতে পারেন। আরও একটি অপশন রয়েছে Which called Privacy Mode. এই মোডের মাধ্যমে টেম্পোরারিলি আপনি চাইলে ক্যামেরা টি বন্ধ করে রাখতে পারবেন। 

আরও একটি Amazing ফিচার হচ্ছে  ক্যামেরা টি তে Up to 256Gb মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। ক্যামেরা টি কে ওপর দিকে রোল করলে এসডি কার্ডের অপশন পাওয়া যাবে। এরপাশেই রয়েছে রিসেট বাটন। 

Last but not the least, ক্যামেরা টির আরও একটি অন্যতম ফিচার হচ্ছে এতে রয়েছে হিউম্যান ডিটেকশন, Animal Detection, মোশন ডিটেকশন এন্ড অটো ট্রাকিং। আপনার সিলেক্ট করা এড়িয়ার মধ্যে If somebody Move, ক্যামেরা ইন্সট্যান্ট সেটা ডিটেক্ট করবে এবং পুশ নটিফিকেশনের মাধ্যমে আপনাকে ইনফর্ম করবে। 

আরও রয়েছে নাইট ভিশন And the best part is it’s automatic. ডার্ক ইনভার্নমেন্টে ক্যামেরা টি অটোমেটিক ইনফারেড মোডে চলে যাবে এবং সব কিছু ক্লিয়ারলি রেকর্ড করবে। 

এছাড়াও এপ এ এলার্ম এন্ড সাইরেনের একটা অপশন রয়েছে। আপনি চাইলে এই অপশন অন রাখতে পারেন। এতে করে ক্যামেরা যখনি কিছু ডিটেক্ট করবে It will give you alarm and truly এর এলার্মিং সাউন্ড is so loud. 


এছাড়াও আরও অনেক অনেক বেসিক অপশন্স আছে যেগুলো এপের মাধ্যমে সেটিং করে নেওয়া যাবে যেমন LED Light off, image rotation and so on. 

I think for any premises, সেটা হতে পারে পার্সোনাল ইউজ বা অফিস ইনভার্নমেন্ট যেমন যেকোন শপ লাইক কফি শপ, this could be a great option. 


রিভিউ পারপাসে আমরা অলমোস্ট এক সপ্তাহের মত ক্যামেরা টি ব্যবহার করেছি, এবং যতগুলো মোশন এখানে উল্লেখ করা হয়েছে সব গুলোই খুব ভালোভাবে টেস্ট করে দেখার চেষ্টা করেছি। Overall I love this camera. This is full of useful features. Indoor এর জন্য you can use Single or multiple camera at the same time. 


যারা Actually কোন কোয়ালিটিফুল ক্যামেরার কথা ভাবছেন অবশ্যই এই ক্যামেরা টি কে ফাস্ট কন্সিডারেশনে রাখবেন। ক্যামেরা টির ব্যাপারে আরও কোন তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। 


That’s all for today. আবারও দেখা হবে নতুন কোন প্রডাক্ট নিয়ে নতুন কোন আর্টিকেল এ । Till then take care and goodbye. 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad