আজকে আমরা আপনাদের জন্য একটু ভিন্নধর্মী তবে সময়োপযোগী একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। আজকে আমাদের কাছে রয়েছে জনপ্রিয় Dahua Brand এর একটি সিকিউরিটি ক্যামেরা।
ক্যামেরাটির মডেল SD3A205-GNP-PV. এটি 2 Megapixel Starlight IR AI PTZ Camera. PTZ অর্থাৎ Pan-Tilt-Zoom ক্যামেরা। এই ধরনের ক্যামেরা গুলো Horizontally, Vertically এবং Zoom সব এঙেল থেকেই মোমেন্ট ক্যাপচার করে।
এটি একটি Wiz Sense Camera যেটা Dahua ব্রান্ডের একটি অন্যতম সংযোজন। Wiz Sense ক্যামেরা গুলো তে independent AI chip and deep learning algorithm থাকে। এটি মূলত মানুষ এবং যানবাহনের ওপরে ফোকাস করে Dahua- র উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ক্যাপচার করে।
ক্যামেরা টির ইমেজ সেন্সর ১/২.৮” CMOS, ম্যাক্সিমাম রেজুলুশন ১৯২০x১০৮০ এবং IR Distance ৩০ মিটার। এলুমিনেটর হিসেবে রয়েছে ৪টি IR Light এবং একটি হোয়াইট লাইট। এছাড়াও রয়েছে প্রগ্রেসিভ স্ক্যানিং সিস্টেম।
এই কামেরাতে পেয়ে যাচ্ছেন 512MB RAM এবং 256 MB ROM . তাই নিশ্চিন্তে আপনি আপনার ব্যাবহার করতে পারবেন। 5X এর অপটিক্যাল Zoom, ফিক্সড আইরিস কন্ট্রোল এবং ফোকাল লেন্থ 2.7 mm–13.5 mm. এছাড়াও রয়েছে 1.2mm পর্যন্ত ক্লোজ ফোকাস লেন্থ।
এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার গুলোর মধ্যে রয়েছে Active Deterrence। ক্যামেরা টি তে বিল্ট ইন অডিও এবং সাইরেন রয়েছে। অর্থাৎ যেকোন রিস্ক ইনভার্নমেন্টে সাইরেন এবং লাইটের মাধ্যমে warning দিবে।
সাথে রয়েছে SMD Plus Feature. অর্থাৎ একটি ফলস এলার্ম ফিল্টার। এই ফিল্টার টি অটোমেটিক্যালি ফলস এলার্ম যেমন কোন এনিমেল, পাতা ঝড়ার শব্দ, কোন উজ্জ্বল আলো অথবা রিস্ক তৈরি করে না এই ধরনের ফলস সাউন্ড গুলো কে ফিল্টার আউট করবে।
এছাড়াও নয়েস রিডাকশন, মোশন ডিটেকশন, অটো ডে নাইট মোড, হোয়াইট ব্যালেন্স, ক্যামেরার ১৮০ ডিগ্রি ফ্লিপের ফ্যাসিলিটি তো রয়েছেই।
ক্যামেরা টি তে আরও রয়েছে নাইট ভিশন ক্যাপাবিলিটিস। এই ফিচার টির ফলে ডার্ক ইনভার্নমেন্টেও ক্লিয়ার ভিডিও ফুটেজ ক্যাপচার করবে এবং খুব ইন্টারেস্টিং একটি ফিচার হিসেবে রয়েছে এর মুভিং অবজেক্ট গুলো কে খুব ইজিলি ডিটেক্ট এবং ট্রাক করার ফ্যাসিলিটি।
ক্যামেরা টি IP66 Weather কোটেড এবং Waterproof. তাই নিশ্চিন্তে যেকোন জায়গা তেই ব্যবহার করা যাবে।
ক্যামেরা টি ডেস্কটপ, ল্যাপটপ এবং মোবাইল এপ DMSS এর মাধ্যমেও অপারেট করা যাবে।
বক্স কনটেন্ট হিসেবে ক্যামেরা টির সাথে পেয়ে যাবেন
১ টি ওয়াটার প্রুফ গ্লান্ট,
১ টি স্ক্রু, ডুয়েল ভোল্ট 2MPR এডাপ্টার।
১ টি ম্যানুয়াল বুক
একটি সঠিক সিকিউরিটি ক্যামেরা হতে পারে আপনার লাইফ সেভার।
ক্যামেরা টির বিক্রয় পরবর্তি সেবা থাকবে ১ বছর।
এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।