না জানলে চরম লস! Dahua Official Service Center in Bangladesh

উদ্বোধন হয়ে গেল Dahua Official সার্ভিস সেন্টার। জমকালো অনুষ্ঠানের মধ্যে বিয়ের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হাতিরপুর এরিয়ায় কাশেম সেন্টার ছয় তলায় ওপেনিং হলো Dahua ইন্টারন্যাশনাল মানে অফিসিয়াল সার্ভিস সেন্টার 

Dahua Official Service Center in Bangladesh


এই সার্ভিস সেন্টার থেকে আপনি কি সার্ভিস করাতে পারবেন?

ই সার্ভিস সেন্টার থেকে আপনি Dahua Brand এর  সকল প্রকারের পন্য সার্ভিস নিতে পারবেন। যেমন Dahua Brand এর CCTV Camera, XVR, NVR, Monitor, Pen drive, SSD, Hard Disk Drive, Video Intercom, Access Control, Keyboard, Flat Pannal etc.


এই সার্ভিস সেন্টার মূলত কাজের জন্য এবং কারা এখান থেকে সার্ভিস নিতে পারবেন?

এই সার্ভিস সেন্টার মূলত সবার জন্য আপনি যদি দাহুয়ার অথরাইজ প্রোডাক্ট কিনে থাকেন তাহলে এখান থেকে সার্ভিস নিতে পারবেন। দাহুয়া টেকনোলজি যে সকল ডিস্ট্রিবিউটর, ডিলা্‌ রিটেলার, ইনস্টলা্‌ আছে তাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিয়ে থাকে তাহলে আপনি এই সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিতে পারবেন। 

(আপনি কি আপনার বাসাবাড়িতে সিসি কামেরা লাগাতে চাচ্ছেন? দেখে নিন কোন ক্যামেরাটি আপনার জন্য)

এই সার্ভিস সেন্টার থেকে কিভাবে সার্ভিস নিবো?

এই সার্ভিস সেন্টারে আপনি দুইটি উপায়ে সার্ভিস নিতে পারবেন। প্রথমত আপনি সরাসরি দাহুয়া সার্ভিস সেন্টারে এসে প্রোডাক্টটি সার্ভিস নিতে পারবেন। দ্বিতীয়ত  আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি দাহু সার্ভিস সেন্টারে পৌঁছে দিয়ে প্রোডাক্টটি সার্ভিস নিতে পারবে।

এখানে আনন্দের বিষয় এই যে আপনি যদি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠান তাহলে দাহুয়া ফিরতি কুরিয়ার চার্জ দিয়ে দিবে। এখানে কুরিয়ার সার্ভিস আপনাকে আর দিতে হবে না দাহুয়া সার্ভিস সেন্টার প্রোভাইড করবেন।


দাহুয়া সার্ভিস সেন্টার কোথায় এবং যোগাযোগের উপায় কি?

হট লাইন নাম্বার ঃ ০৯৬১১-৬৬৮-৬৬৮

ঠিকানা: ষষ্ট তলা, কাসেম সেন্টার, ৩৪ বীর উত্তম, সিআর দত্ত রোড, ঢাকা ১০০০


সার্ভিস করতে কতদিন লাগে?

দাহুয়া প্রোডাক্ট হাতে পাওয়ার পর তিন থেকে সাত দিনের মধ্যে আপনার প্রোডাক্টের সার্ভিস ফিডব্যাক দিবে। আপনি যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পাঠান সে ক্ষেত্রে কুরিয়ারের উপরে নির্ভর করবে। যত তাড়াতাড়ি দাহুয়া  সার্ভিস সেন্টারে প্রোডাক্ট পৌঁছাবে তত তাড়াতাড়ি আপনি আপনার সার্ভিস পাবেন।






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad