আজকে আমরা জানবো Security Surveillance System এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান CCTV ক্যামেরা নিয়ে।
CCTV Camera জগতে বাংলাদেশের মার্কেটে এ্যাভেইলেবল অনেকগুলো ব্র্যান্ডের ভিতরে অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হচ্ছে Dahua আর আজকে কথা হবে Dahua Full Color Network PTZ Smart H.265+ Camera নিয়ে। আমরা Basically CCTV ক্যামেরাতে যেই ফিচারগুলো Expect করি, মোটামুটি তার সবকিছুই এতে এ্যাভেইলেবল রয়েছে এই কামেরাতে। চলুন জেনে নেওয়া যাক এর ফিচারগুলো সম্পর্কে -
Active Deterrence ফুল কালার PTZ ক্যামেরাতে রয়েছে অসংখ্য ফিচার। যার মধ্যে অন্য সকল ক্যামেরা থেকে এই ক্যামেরাটি আলাদা করেছে এর বিল্ডিং স্পটলাইট এবং সাইরেন্স স্পিকার। যা ক্যামেরাতে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে নিজে থেকেই সাইরেন্স বাজাতে পারে। তাছাড়া এই ক্যামেরার False Alam রেট এক পার্সেন্টেজ এর নিচে। রয়েছে কুইক টার্গেট সার্চ এর Pan Tilt এবং Zoom feature ক্যামেরার মাধ্যমে আপনি ৩০ মিটার দূরত্ব পর্যন্ত কাভারেজ পাবেন।
এটি 24/7 Colourful Monitoring Provide করে। আপনি Mobile App এর মাধ্যমে এটিকে Control করতে পারবেন। এছাড়াও এটি বিভিন্ন ধরণের প্রোটোকল, বিভিন্ন ভিডিও ম্যানেজমেন্ট সিস্টেম, সেন্ট্রালাইজড কন্ট্রোল, এবং Efficient Monitoring support করে।
✅এই ক্যামেরাটি তে রয়েছে POE Feature অর্থাৎ Power Over Ethernet এর মাধ্যমে POE সুইচ বা POE NVR মাধ্যমে Easily Connect করতে পারবেন।
✅IP66 Available অর্থাৎ এটি একটি Weather Proof and Waterproof Camera. যার ফলে আপনার ক্যামেরাটি থাকছে সুরক্ষিত
✅Active Deterrance - এই ক্যামেরাটিতে Built In audio এবং Siren থাকবে। Potential Risk এর ক্ষেত্রে এটি Siren এবং Light Warning এর মাধ্যমে Quick Response করবে
✅এই ক্যামেরার অন্যতম Standout Feature হচ্ছে এর Intelligent Tracking Capability. এটি Automatically Moving Object কে Detect এবং Track করতে পারে এবং Security দায়িত্বে থাকা ব্যক্তিকে Real- Time Alert পাঠাতে পারে।
✅এবার কথা বলবো ক্যামেরাটির Night Vision Capabilities নিয়ে। ইনফ্রারেড LED থাকার কারণে Complete Darkness এও এটি Clear Video Footage Capture করতে পারে।
✅High Definition Camera Quality এতে রয়েছে High Definition Image Sensor যার জন্য এটি সবসময়ই Even Low Light এও High Quality Video Capture করা পসিবল।
✅Dahua Network PTZ camera একটি Versatile এবং Powerful Surveillance Solution. এর pan Tilt and Zoom Capabilities, advanced Image processing, intelligent Tracking এবং দুর্দান্ত Network Connectivity জন্য এটি আপনাকে দেবে High Level Security.
আশা করি, যারা তাদের বাসা , শপ, বা যেকোনো প্রয়োজনে Security Camera বা CCTV ক্যামেরার কথা ভাবছিলেন। এই আটিকেল তাদের জন্য হেল্পফুল ছিলো। এছাড়াও Camera টি নিয়ে যেকোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন।
বর্তমানে এই ক্যামেরাটি দুইটি মডেল এ পাচ্ছেন একটি 2 Megapixel এবং অপরটি ফোর মেগাপিক্সেল পেয়ে যাবেন।