চালু হলো হোয়াটসঅ্যাপের অবাক করা নতুন ফিচার!

চালু হলো হোয়াটসঅ্যাপের অবাক করা নতুন ফিচার! হা WhatsApp একটি নতুন ফিচার চালু করেছে যা চ্যাট লক নামে পরিচিত । এখন থেকে আপনি WhatsApp এর মাধ্যমে আপনার সঙ্গে আপনার  পার্টনারের তথ্য হোয়াটসঅ্যাপে লক করে রাখতে পারবেন। যা আপনার ফিঙ্গারপ্রিন্ট দের মাধ্যমে সংযুক্ত থাকবে আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যতীত সেই লক করা চ্যাট সমূহ অন্য কোন ব্যক্তি দেখতে বা পড়তে পারবে না ।

আসুন জেনে নিই এই ফিচার  পেতে হলে আপনাকে কি করতে হবে? এই ফিচারটি পেতে হলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ টি গুগল প্লে স্টোর অথবা আইফোনের জন্য আই স্টোর থেকে অ্যাপসটি আপ টু ডেট করতে হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে ।

এরপরে আপনি যার চ্যাটটি ব্লক করতে চাচ্ছেন তার প্রোফাইলে ঢুকে চ্যাট লক অপশনটিতে ক্লিক করুন তাহলে আপনার সেই চাকরি লক হয়ে যাবে সাথে সাথে হাইড হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এবার প্রশ্ন করতে পারেন যে এই হাইড হওয়া চারটি আবার কিভাবে ফিরিয়ে আনবেন। ফিরিয়ে আনার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের হোমে যেতে হবে একটু সোয়াপ করতে হবে অর্থাৎ নিচের দিকে একটু টানতে হবে এরপরে আপনি লক লেখা অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে ফিঙ্গারপ্রিন্ট দেয়া হয়ে গেলে সাথে সাথে ঢুকতে পারবেন এভাবেই অ্যাক্সেস পাবেন লক করা চ্যাটের।

চ্যাট লক বা চ্যাট লক সুবিধা হলো একটি সুরক্ষামূলক বৈশিষ্ট্য যা চ্যাট অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীদের প্রয়োজন অনুসারে সরবরাহ করা হয়। এই সুবিধা সহজেই ব্যবহারকারীদের চ্যাট এবং পার্সোনাল তথ্য সুরক্ষার মাধ্যমে তাদের এক্সক্লুসিভ অ্যাক্সেস নিশ্চিত করে।


ONU কি? কেন ব্যবহার করবেন? অনু ব্যবহারে সুবিধা ও অসুবিধা কি?

 চ্যাট লক সুবিধা অনেকগুলি উপায়ে প্রদান করা হয় এমনকি আলাদা আলাদা অ্যাপ্লিকেশনগুলিতেও এটি উপলব্ধ থাকতে পারে। একটি সাধারণ চ্যাট লক সুবিধা যেমন সঙ্গে থাকা চ্যাট ম্যাসেজগুলির জন্য পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ড সাধারণত ব্যবহারকারী নিজের নির্বাচন করে নিতে পারেন। ম্যাসেজ পড়ার আগে বা ম্যাসেজ পড়ে ব্যবহারকারীকে পাসওয়ার্ড প্রবেশ করতে হবে। এটি ব্যবহারকারীর ম্যাসেজগুলি এনক্র থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad