Box Adapter সম্পর্কে জানার আগে সিসিটিভির ক্যামেরা এডাপ্টার সম্পর্কে জেনে নিই সিসিটিভি ক্যামেরা এডাপ্টার হল এমন একটি ডিভাইস যা সিসিটিভি ক্যামেরা Electricity সংযোগ এর জন্য ব্যবহৃত হয়। এটি সিসিটিভি ক্যামেরা জন্য পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করে । সাধারাণত AC ভোল্টেজ কে DC ভোল্টেজে রূপান্তরিত করে এবং যার মাধ্যমে সিসি ক্যামেরা গুলো ইলেকট্রিক সংযোগ সচল রাখে।
অপর দিকে Box Adapter হল এমন এক ধরনের এডাপ্টার যা সিসিটিভি ক্যামেরা জন্য পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করার পাশাপাশি এর মধ্যে থাকা Junction/ চেম্বার এর মধ্যে সিসিটিভিতে ব্যবহারিত ভিডিও বেলুন স্থাপন করার জায়গা আছে। যার ফলে একটি বক্সের মধ্যে পাওয়ার এডাপ্টার এর পাশাপাশি ভিডিও বেলুনের প্রতিস্থাপনের ফলে সিসিটিভি সংযোগ আরো সুন্দর এবং দেখতে চমৎকার লাগে।
Box Adapter কেন ব্যবহার করবেন?
Box Adapter দেখতে সুন্দর হওয়ায় এবং এর মধ্যে একত্রে ভিডিও বেলুন রাখা যায়। যার ফলে সিসিটিভি সংযোগে আলাদা করে কোন সংযোগ বা তারের প্রয়োজন পড়ে না । একটি তারের মধ্যে দিয়ে পাওয়ার এবং ভিডিও বেলুন গুলো দেওয়ার সুন্দর চেম্বার আছে।
ভিডিও বেলুন কি কি এ সম্পর্কে জানতে আমাদের আরেকটি আর্টিকেল আছে আপনারা চাইলে সেটি পড়ে আসতে পারেন তাহলে ভিডিও বেলুন সম্পর্কে আরো বিস্তারিত জানবেন অথবা আমাদের Youtube Channel থেকে ভিডিও বেলুন সম্পর্কে ভিডিওটি দেখে আসতে পারেন।
একটি Box Adapter এবং একটি Traditional Adapter দুটি ভিন্ন ধরনের পাওয়ার অ্যাডাপ্টার যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু মূল কাজ পাওয়ার সাপ্লাই হিসাবে কাজ করা। অন্যদিকে, একটি বক্স অ্যাডাপ্টার হল একটি বৃহত্তর পাওয়ার সাপ্লাই যা নিরাপত্তা ক্যামেরা/ সিসি ক্যামেরা এবং অন্যান্য অনুরূপ ডিভাইসগুলিকে পাওয়ারের জন্য ব্যবহৃত হয়। বক্স অ্যাডাপ্টারগুলি সাধারণত ক্যামেরাগুলির কাছাকাছি ইনস্টল করা হয় এবং দীর্ঘ দূরত্বে ক্যামেরাকে পাওয়ার সাপ্লাই করে থাকে।
আসুন জেনে নিই Box Adapter সুবিধা ও অসুবিধা সম্পর্কে
Box Adapter সুবিধাঃ বক্স অ্যাডাপ্টারগুলি বড় এবং প্রায়শই একটি আবহাওয়া-প্রতিরোধী হাউজিং এগুলিকে ক্ষতি কারক উপাদান যেমন বৃষ্টি পানি থেকে রক্ষা করার জন্য আবদ্ধ থাকে। তাছাড়া আপনার সিসিটিভি সেট আপ সুন্দর ও চমৎকার দেখতে হবে।
Box Adapter অসুবিধাঃ বক্স এডাপ্টার গুলো শুধুমাত্র HD ANALOG ক্যামেরার ক্ষেত্রেই ব্যবহার করা যায় অন্যান্য ক্যামেরার জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ নয়।
পরিশেষে বলা যায় যে আপনি যদি HD ANALOG ক্যামেরা লাগাতে চান এবং ভিডিও বেলুন লাগাতে চান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট সলিউশন হচ্ছে বক্স অ্যাডাপ্টার লাগালে। সেক্ষেতে আপনার সিসিটিভি কানেকশন অনেক সুন্দর এবং দেখতে চমৎকার হবে।