CCTV Colorvu / Full Color Camera Vs Traditional Analog IR ক্যামেরা কি এবং পার্থক্য ?

আজকে আমরা জানবো CCTV Colorvu / Full Color Camera Vs Traditional Analog IR ক্যামেরা কি?


এই আটিকেল এর মাধ্যমে আরো জানবো এর সুবিধা অসুবিধা এবং এই ফুল কালার ক্যামেরা কোথায় ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করবেন না!




আমরা সচারাচার যে নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করি তা হল IR  ক্যামেরা যে ক্যামেরা গুলো একটি করে IR CUT ফিল্টার থাকে। এই সকল ক্যামেরার লাক্স লেভেল থাকে 0.01 বা 0.02 অর্থাৎ এর কম আলো হলে ক্যামেরা গুলো ভিডিও বা পিকচার ধারণ করতে পারে না তখন ক্যামেরাগুলো থাকা IR CUT ফিল্টার অন হয় যার ।যার ফলে ক্যামেরা গুলোতে সাদা কালো ছবি বা ভিডিও দেখা যায়। আপনি চাইলে IP Camera vs HD Camera মধ্যে পার্থক্য কি ? তা জেনে নিতে পারেন।


ফলে দেখা যায় যে আপনি যত দামি IR  ক্যামেরা লাগান না কেন আপনার ভিডিও বা ছবি কিন্তু সাদাকালো দেখতে পাবেন। এমন অবস্থায় কিছু কাস্টমার বলল আমরা রাতে কালার পিকচার বা ভিডিও রেকর্ড করতে চাই তখন সিসিটিভি কোম্পানি গুলো  একটা সমাধান বের করল তারা ক্যামেরাগুলো Lux Level কমিয়ে দিলো যাতে আরও কম আলোতে ছবি বা ভিডিও ধারণ করতে পারে, যার ফলে এখন দেখা যায় ফুল কালার ক্যামেরা Lux Level থাকে ০.০০৫ এর কম এবং তারা প্রতি ক্যামেরার সাথে একটি দুটি অথবা তিনটি করে LED লাইট দিয়ে দেয় যার ফলে সহজে ক্যামেরা গুলো থেকে আলোর উপস্থিত নিশ্চিত করলে রাতের ক্যামেরা গুলো থেকে সহজে কালার ইমেজ বা ভিডিও পাওয়া যায়।


আসুন এবার জেনে নিই এই কালার কামেরা চিনবো কীভাবে?


Dahua ব্যান্ডের কালার ক্যামেরার ক্ষেত্রে সকল ক্যামেরার মডেলের সাথে (-LED) এই Word টি থাকে। উদাহরণ স্বরূপঃ DH-HAC-HFW1209CP-LED অর্থাৎ এই ক্যামেরার মডেলের মধ্যে (-LED) কথাটি উল্লেখ্য আছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad