CCTV CAMERA কিনতে গেলে আমাদের কমন কিছু প্রশ্ন মাথায় আসে সে সকল প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের প্রশ্নোত্তর পর্ব।
এই প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে গুগল থেকে যে প্রশ্নগুলো উত্তর খোঁজা হয়েছে হাজারো বার !! চলুন একে একে প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। যেগুলো জানলে আপনার বাসাবাড়ি, অফিস বা দোকানের ও প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরাটি খুজে নিতে পারবেন।
🔍Which CCTV camera brand is best in Bangladesh?
বাংলাদেশের অনেকগুলা ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরা পাওয়া যায় তার মধ্যে জনপ্রিয় ব্র্যান্ডগুলো হলো Dahua, Hikvision, Uniview এছাড়াও বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক এবং চাইনিজ ক্যামেরা ব্র্যান্ড পাবেন সেগুলোর মধ্যে হল যেমন CP PLUS, BOSCH, AXIS, Samsung, Avtech, Panasonic, Honeywell, Schneider Electric, Hanwha Techwin,Vivotek, Pelco ইত্যাদি আরো অনেক ব্র্যান্ড আছে।
তবে বাংলাদেশ মার্কেটে সব থেকে জনপ্রিয় বেস্ট সিসিটিভি ক্যামেরা ব্র্যান্ড Dahua, Hikvision, Uniview ! আপনি এগুলোর মধ্যে থেকে যে কোন একটি ব্যান্ডের ক্যামেরা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন।
সম্পর্কিত পোস্টঃ-
সিসি টিভি ক্যামেরা কি ? এটি কেন ব্যবহার করবেন ?
IP Camera vs HD Camera মধ্যে পার্থক্য কি? আপনি কোনটি কিনবেন?
DVR এবং NVR মধ্যে পার্থক্য কি? আপনি কোনটি কিনবেন?
🔍Which CCTV camera Best for Outdoor and Indoor in Bangladesh?
কোন ক্যামেরাটি সবথেকে ভালো রুম এর ভেতর এবং রুম এর বাইরে এটি জানতে হলে আপনাকে জানতে হবে সিসিটিভি ক্যামেরার প্রকার সম্পর্কে !!
সাধারণত সিসিটিভি ক্যামেরা দুই ধরনের হয়ে থাকে ১) Dome Camera ২) Bullet Camera এই দুই প্রকারে এছাড়াও আরো কয়েক প্রকার আছে যেমন PTZ Camera, C-Mount Camera ইত্যাদি। আমাদের বাজারে সাধারণত Dome টাইপ এবং Bullet টাইপ সিসিটিভি ক্যামেরা বেশি ব্যবহৃত হয়ে থাকে।
Dome Type CCTV camera: এই ক্যামেরা দেখতে গোলাকার আকৃতির মত দেখতে হয়ে থাকে। সাধারণত এই সকল ক্যামেরা রুমের মধ্যে লাগানো হয়। এই ক্যামেরা গোলাকার আকৃতি হওয়ায় অনেক সুন্দর দেখায় এবং ক্যামেরাগুলো লাগানোর জন্য অনেক কম জায়গা লাগে। এছাড়াও ক্যামেরাটি গোল হওয়ায় অনেক জায়গা পরিমাণ ভিডিও রেকর্ড করতে পারে। অর্থাৎ এর ওয়ার্ড অ্যাঙ্গেল অনেক বেশি হয়ে থাকে।
Bullet Type CCTV Camera: সাধারণত এই ক্যামেরা বুলেটের মতো দেখতে অনেক বড় সাইজের হয়ে থাকে। এই ক্যামেরাটা ব্যবহার করা হয় রুমের বাইরে অর্থাৎ আউটডোরে । এই ক্যামেরা বড় হওয়ায় ফলে এর জায়গাও অনেক বেশি পরিমাণ লাগে।
অর্থাৎ আমরা জানতে পারলাম যে Dome CCTV Camera ইনডোর অর্থাৎ রুমের মধ্যে লাগানো হয় এবং Bullet CCTV Camera আউটডোর অথবা রুমের বাইরে বা বাসা বাড়ির বাইরে লাগানো হয় ।
এই দুই ধরনের ক্যামেরা ছাড়া রয়েছে PTZ ক্যামেরা । যে ক্যামেরা গুলো আপনার রাস্তা, এয়ারপোর্ট বা বড় কোন জায়গায় লাগানো হয় যে ক্যামেরা চারিদিকে ঘুরিয়ে দেখা যায়। এই ক্যামেরা গুলো কিবোর্ড এর মাধ্যমে কন্ট্রোল করা যায়। অনেকদূর পর্যন্ত ভিডিও ধারণ করা যায় এছাড়া নির্দিষ্ট টার্গেট সেট করে দিলে সে টার্গেটের অনুযায়ী ভিডিও রেকর্ড করতে পারে। অর্থাৎ টার্গেট ব্যক্তি বা বস্তু যদি একবার চিনিয়ে দেওয়া যায় তাহলে সেই টার্গেট ব্যক্তি বা বস্তুর যেদিকেই যাবে ক্যামেরাটির মুভমেন্ট সেদিকেই হতে থাকবে।
🔍Which CCTV camera Best in house?
এই প্রশ্নটি আপনার অনেকে করেছেন যে আপনার বাসার জন্য কোন ক্যামেরাটি ভালো হবে?
আপনার বাসাবাড়ির জন্য দুইটা সলিউশন আছে একটি সলিউশন আপনি কি তার ছাড়া অর্থাৎ ক্যাবল কানেকশন এর মাধ্যমে করতে চাচ্ছেন না আরেকটি হচ্ছে আপনি ক্যাবল কানেকশন এর মাধ্যমে করতে চাচ্ছেন এখন বলতে পারেন ক্যাবল কানেকশন দিলে কি লাভ আর ক্যাবল কানেকশন না দিলে কি ক্ষতি।
তার আগে বলি বাজারে এখন ওয়ারলেস আইপি ক্যামেরা পাওয়া যায়। যে ক্যামেরা গুলা একটি ক্যামেরা মাধ্যমে কোন প্রকার DVR (Digital Video Recoder) বা NVR (Network Video Recoder) এছাড়া ভিডিও রেকর্ড এবং দূরবর্তী স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল অ্যাপসের দিয়ে ওই ক্যামেরা রেকর্ড করার ভিডিও এবং ভয়েস এর মাধ্যমে কথা বলা যাই। যার ভিডিওগুলো সেভ হবে মেমোরি কার্ডে অথবা আপনি চাইলে ক্লাউডে সেভ করতে পারবেন
অপরদিকে আপনি যদি ক্যাবল কানেকশন এর মাধ্যমে সিসিটিভি লাগান তাহলে দেখা যাবে আপনার ইন্টারনেট ছাড়াই ক্যামেরা গুলা ভিডিও রেকর্ড হবে এবং এই ক্যাবল কানেকশন এর ফলে আপনার ভিডিও গুলো নিরিবিচ্ছিন্নভাবে আপনার DVR বা NVR এ Recod হতে থাকবে অর্থাৎ DVR বা NVR থাকা হার্ডডিস্কে মধ্যে ক্যামেরা ভিডিওগুলা রেকর্ড হবে। এই পদ্ধতিতে আপনি দূরবর্তী স্থানে বসেও মোবাইল অ্যাপস এর মাধ্যমে ক্যামেরাগুলোকে কন্ট্রোল করতে পারবেন।
এখন আসুন ওয়ারলেস ক্যামেরা কাদের জন্য ওয়ারলেস ক্যামেরা যারা আপনারা একটি দুইটি অথবা চারটি ক্যামেরার বেশি লাগাতে চান না আপনি সর্বোচ্চ পরিমাণ গেলেও চারটি ক্যামেরা লাগাবেন এর বেশি লাগাবেন না এবং আপনি চাচ্ছেন না যে ক্যাবল কানেকশন দিতে তাহলে আপনি এই ওয়ারলেস ক্যামেরা আপনি লাগাতে পারবেন।
এই ওয়ারলেস ক্যামেরা বাজারে আপনারা Bullet এবং Dome দুই টাইপের ই ক্যামেরা পেয়ে যাবেন কিছু ক্যামেরা আছে PTZ Camera.
যদি ক্যাবল কানেকশন এর মাধ্যমে যদি নিতে চান তাহলে আপনি DVR বা NVR মাধ্যমে কেবল সংযোগ দিয়ে নিতে পারবেন
🔍Which CCTV camera best for office?
আপনি যদি অফিসের জন্য ক্যামেরা লাগাতে চান তাহলে আপনাকে সাজেস্ট করব অবশ্যই আইপি ক্যামেরা লাগানোর জন্য এবং অবশ্যই অফিসের মধ্যে অর্থাৎ রুমের মধ্যে আপনি DOME টাইপ ক্যামেরা লাগান এবং অফিসের বাইরে অর্থাৎ গেট বা অফিসের বাইরে আপনি Bullet ক্যামেরা লাগান ।
🔍Which CCTV camera best for shop?
আপনার শপের জন্য যে ক্যামেরাটি সবথেকে ভালো হবে শপের মধ্যে DOME টাইপ ক্যামেরা এবং সাপের বাইরে Bullet ক্যামেরা লাগান। এছাড়াও আপনি চাইলে আইপি ক্যামেরায় লাগাতে পারবেন।
আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো তথ্য নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে