বিজয় কিবোর্ড ছাড়া চলবে না কোন মোবাইল? হুঁশিয়ারি-BTRC

বিজয় কিবোর্ড ছাড়া চলবে নাঃ বাংলাদেশের ব্যবহৃত সব মোবাইলে বিজয় কিবোর্ড ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা) সাফ জানিয়ে দিয়েছে উৎপাদনকারী মোবাইল ফোন প্রতিষ্ঠানসমূহকে। অনেক আগেই এটি বাধ্যতামূলক ছিল কিন্তু সেটি ছিল বাটন ফোনে আপনার ব্যবহৃত বাটন ফোনে তাকালেই দেখতে পারবেন সেখানে বাংলা বর্ণ দেওয়া আছে। কিন্তু এখন আর বাটন ফোনে না! এখন বাটন ফোনের সাথেও এন্ড্রয়েড ফোনে বিজয় কিবোর্ড ব্যবহার বাধ্যতামূলক করে দিয়েছে।

অন্য পোস্টঃ Tourist SIM Card Launched in BD -বাংলাদেশের চালু হলো টুরিস্ট সিম কার্ড !!



বিজয় কিবোর্ড ছাড়া চলবে না কোন মোবাইল? ফোন হুঁশিয়ারি-BTRC

অন্য পোস্টঃ Google Maps নতুন ফিচার VPS !! হারিয়ে যাওয়ার ভয় নেই আর! দেখিয়ে দিবে রাস্তার দৃশ্য


বিজয় কিবোর্ড ডাউনলোড কিভাবে করবো বা কে সরবারহ করবে? 

এখন থেকে বিজয় কিবোর্ড এর এপিকে ফাইল সরবরাহ করবে টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ বিটিআরসি। যে সকল মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান এই নিয়ম মানবে না সেই সকল প্রতিষ্ঠান এর মোবাইল ফোন অনুমতি দেয়া হবে না অর্থাৎ তারা বাজারে মোবাইল ফোন উৎপাদন এবং বিক্রয় করতে পারবেনা।  তবে আপনি চাইলে Google Play Store থেকে Download করতে পারবেন। 

বিজয় কিবোর্ড তৈরি করেন বর্তমান টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা কামাল তিনি ১৯৮৮ সালে ১৬ই ডিসেম্বর বিজয় কিবোর্ড সর্বপ্রথম বাজারে আনেন।

তবে বর্তমান মোবাইল কিবোর্ড এর মধ্যে বাংলা ভাষা লেখার জন্য জনপ্রিয় কিছু কিবোর্ড প্রচলিত আছে তার মধ্যে রেডমি কিবোর্ড, বাংলা টাইপিং, বাঙালি ভয়েস টাইপিং, গুগল কীবোর্ড ইত্যাদি। এদের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত রিডমিক কিবোর্ড জনপ্রিয়তার শীর্ষ । এটি Google প্লে স্টোর থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে। এটা বাংলাদেশ ছাড়াও ভারতে ব্যবহারের সংখ্যা অনেক।


তবে আমরা যারা কম্পিউটারে বাংলা টাইপিং করি তাদের জন্য বিজয় কিবোর্ড একটা সময় অনেক জনপ্রিয় ছিল। কিন্তু কালের বিবর্তনে টেকনোলজির পরিবর্তনের কারণে অভ্র কিবোর্ড তার জায়গা করে নিয়েছে যার মাধ্যমে খুব সহজেই যে কেউ বাংলা লিখতে পারে। কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব দ্রুত বাংলা টাইপ করা যায় অভ্র কিবোর্ড এর মাধ্যমে।

বিজয় কিবোর্ড বাধ্যতামূলক সম্পর্কে পাঠকের মতামত কি?

এই বিষয় নিয়ে বিভিন্ন পাঠক বিভিন্ন মতামত দিয়েছে কেউ বলছে এই এপিকে যদি ফ্রি দেয়া হয় তাহলে এটিকে বাধ্যতামূলক কেন করা হয়েছে? আমার কেউ বলছে মোবাইল সবার ব্যক্তিগত জিনিস এখানে কোন অ্যাপস ব্যবহার করবে আর কোন অ্যাপ ব্যবহার করবে না তার উপর এত বাধ্যবাধকতার কি আছে। কেউ কেউ আবার বলছে যেহেতু বিজয় কিবোর্ড তৈরি করেছে বর্তমান মন্ত্রী তো তার প্রোডাক্ট ব্যবহার করবে না এমন কি হয়। এরকম আরো অনেক মন্তব্য করেছে পাঠকেরা।


পরিশেষে বলতে চাই অভ্র ইউজ করেন আর বিজয় ইউজ করেন, অথবা মোবাইলের রেডমি ইউজ করে অথবা গুগল কীবোর্ড ইউজ করে ভুলভাল বাংলা না লিখে সঠিকটা লিখুন। আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো তথ্য নিয়মিত চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad