Top 3 Best Selling Wi-Fi Router in BD ।। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় তিনটি রাউটার ২০২৩

আজকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিবো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কমদামি, বাজেট ফ্রেন্ডলি , সবথেকে বেশি বিক্রয়কৃত তিনটি রাউটারের সাথে। এই তিনটি রাউটারের মধ্যে বেছে নিতে পারেন আপনার পছন্দের সেরা রাউটারটি। বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন। যে তিনটি রাউটারের সাথে পরিচয় করিয়ে দিব এই তিনটি রাউটার বাংলাদেশের ১০০ টা ঘরে খুঁজলে মিনিমাম  ৬০ ঘরে এই রাউটার গুলা পাওয়া যাবে।

(তথ্যসূত্রঃ এই তথ্য সংগ্রহ করা হয়েছে রাউটারের ডিস্ট্রিবিউটর কোম্পানি রাউটারের রিটেল শপ এবং অনলাইন মার্কেটপ্লেস থেকে)

Best Selling Router in bd



সব থেকে বেশি বিক্রিত রাউটারের মধ্যে প্রথমে যে রাউটারটি থাকছে সেটি হচ্ছে 

Netis WF2409E  মডেলের রাউটারটি 

চলুন জেনে নেওয়া যাক এই রাউটারটিতে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে । এই রাউটারটিতে  ব্যবহার করা হয়েছে নিউ জেনারেশনের 5dBi তিনটি পাওয়ার ফুল এন্টেনা যা আপনাকে ম্যাক্সিমাম এবং ট্রাবল ফি কানেকশন দিবে।এই রাউটার টিতে ব্যবহার করা হয়েছে 1GHZ রিয়েলটেক এর CPU যা অনেক বেশি দামের রাউটার গুলোতে দিয়ে থাকে  । 300 MBps এই রাউটারটির মাধ্যমে আপনি দ্রুত ডাউনলোডিং, ইন্টারনেট কলিং, এবং এইচডি ভিডিও স্ট্রিমিং এর মত কাজগুলা করতে পারবেন। 

রাউটার টি তে রয়েছে ডুয়েল অপারেশন মুড প্রথমটি রাউটার মোড দ্বিতীয়টি ব্রিজ মোড অর্থাৎ (Pure Access Point)। এছাড়াও আপনি রাউটারটি তে AP Router mode- DHCP, Static IP, PPPoE, L2TP, PPTP, Dual Access, WISP. এই রাউটারটিতে রয়েছে Additional Multi-SSID প্রোভাইড করে থাকে যার মাধ্যমে তিনটি সেপারেট নেটওয়ার্ক তৈরি করা যাই যেমন ধরুন গেস্ট এবং ফ্রেন্ড নামেও তৈরি করা সম্ভব। এই রাউটারটিতে রয়েছে  Easy wireless security setup বাটন হিসেবে রয়েছে WPS বাটন। এই রাউটারের মাধ্যমে আপনি Intelligent Bandwidth Control যার মাধ্যমে Bandwidth ম্যানেজ  করতে পারবেন । তাছাড়াও ইন্টারনেট এক্সেস কন্ট্রোল আইপি ফিল্টারিং ডোমিন ফিল্টারিং। এই রাউটারটি কুইক সেটআপ সাথে বিলড ইন মাল্টি ম্যানেজমেন্ট পেজ রয়েছে।


এই রাউটারটিতে চারটি LAN পোর্ট এবং একটি WAN পোট রয়েছে যার মাধ্যমে একই সাথে 100 Mbps পর্যন্ত ডাটা ট্রানস্ফার এবং রিসিভ করতে পারবেন। রাউটারটিতে রয়েছে এলইডি ইন্ডিকেটর যার মাধ্যমে ইন্টারনেট সংযোগ এবং LAN ও WAN সংযোগ এবং WPS সংকেত গুলো প্রোভাইড করে থাকে এ রাউটারটিতে ব্যবহার করা হয়েছে ডিসি ৯ ভোল্ট অর্থাৎ ৫০০ এম এম আউটপুট। এই রাউটারটি  FCC, CE সার্টিফিকেট আছে। 


এই রাউটারটি প্যাকেটের মধ্যে রয়েছে 

☑ একটি WF2049E নিউ মডেলের রাউটার 

☑ একটি পাওয়ার এডাপ্টার

☑ একটি ইথারনেট ক্যাবল 

☑ একটি কুইক ইনস্টলেশন গাইড। 


বর্তমানে রাউটারটিতে চার নম্বর ভার্সন লঞ্চ করেছে।এই রাউটারটি ডিস্ট্রিবিউশন করে থাকে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড এবং এর ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে থাকে থাউজেন্ড সিক্স সার্ভিস সেন্টার। এই রাউটারটি আপনি আপনার নিকটস্থ আইটি শপে পাবেন যার দাম ১৪০০ থেকে ১৮০০ এর মধ্যে হয়ে থাকে।


এ পর্যায়ে আমরা পরিচয় করিয়ে দিব আরেকটি রাউটারের সাথে যার মডেলটি

Tenda F3  মডেলের রাউটার 

তিন এন্টিনা এই রাউটারটি 300Mbps পর্যন্ত ডাটা ট্রানস্ফার এবং রিসিভ করতে পারে যার মাধ্যমে আপনি মিউজিক, ভিডিও আপলোড, ভিডিও চ্যাটিং, এইচডি ভিডিও স্ট্রিমিং এবং ফেসবুক ইউটিউব এর মত কাজ করতে পারবেন অনায়াসে। রাউটার টিতে ব্যবহার করা হয়েছে 5dBi  তিনটি এন্টেনা যা আপনার ঘরে প্রতিটি কোনায় কাভারেজ দিবে এবং কোম্পানি ক্লেইম করছে এটি ট্রাভেল  ফ্রি ওয়াইফাই পারফরম্যান্স দিবে। এটিতে  সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে WPA, WPA2, WPA-PSK/WPA2-PSK security mechanism to enhance security level. ।এই রাউটারটির মাধ্যমে আপনি সহজেই ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন এবং কোম্পানি ক্লেইম করছে এটি ৩০ সেকেন্ডের মধ্যে আপনি সেটআপ করতে পারবেন।


এই রাউটারটিতে একটি WAN পোর্ট এবং তিনটি LAN পোর্ট রয়েছে যার মাধ্যমে সর্বোচ্চ 100 এমবিপিএস পর্যন্ত ডাটা প্রতি সেকেন্ডে ট্রান্সফার বং রিসিভ করতে পারবে। এই রাউটারটি তে একটি RST বাটন রয়েছে।  একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। 

এই রাউটারটিতে ওয়ারলেস স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়েছে IEEE 802.11b/g/n 2.4GHz। রাউটারটিতে ওয়্যারলেস সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে WPA/WPA2, WPA-PSK/WPA2-PSK. এই রাউটারটিতে Certification হিসাবে হয়েছে CE/FCC/RoHS 


রাউটারটিতে প্যাকেজিং এর মধ্যে থাকছে 

☑ একটি F3  Wireless Router

☑ একটি  Power Adapter 

☑ একটি Install Guide

☑ একটি Ethernet Cable


এই রাউটারটি আপনি আপনার নিকটস্থ আইটি শপে পাবেন যার দাম ১২০০ থেকে ১৬০০ এর মধ্যে হয়ে থাকে।


এই মুহূর্তে আপনাদের সাথে যে রাউটারটির পরিচয় করিয়ে দিব সেটি হচ্ছে টিপি লিংক ব্র্যান্ডের TL-WR840 রাউটারটির সাথে ।

✅ Tplink TL-WR840  মডেলের রাউটারটি 


আপনারা এতক্ষণ যে দুইটি রাউটারের সাথে পরিচিত হলেন সেই দুটি রাউটার ছিল তিন এন্টেনা বিশিষ্ট  রাউটার। কিন্তু এখন যে রাউটারের সাথে পরিচয় করিয়ে দিব এটি হচ্ছে দুই এন্টেনা বিশিষ্ট রাউটার।ওয়্যারলেস রাউটারের শুরু থেকেই রাজত্ব করে আসছে tp-link ব্র্যান্ডের রাউটার যার পরিপ্রেক্ষিতে সব থেকে কম দামি tp-link ব্র্যান্ডের বেস্ট রাউটারের মধ্যে এ রাউটারটি অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। 


300mbps দুই এন্টেনা বিশিষ্ট রাউটার ডাউনলোডের জন্য অনেক ভালো সাপোর্ট দিয়ে থাকে। এটিতে ব্যবহার করা হয়েছে IEEE 802.11b/g/n. Based on 802.11n টেকনোলজি। এটি বাসা বাড়ির জন্য একটি আদর্শ রাউটার যা HD Video streaming, Online Gaming and Large Files Downloading মোস্ট  দিমান্ডিং রাউটার। এই রাউটারটি আপনি মোবাইল অ্যাপস এর মাধ্যমে  ইন্সটল এবং কন্ট্রোল  করতে পারবেন।  

এই রাউটারটিতে একটি WAN পোর্ট এবং চারটি LAN পোর্ট রয়েছে যার মাধ্যমে সর্বোচ্চ 100 এমবিপিএস পর্যন্ত ডাটা প্রতি সেকেন্ডে ট্রান্সফার বং রিসিভ করতে পারবে। এই রাউটারটি তে একটি Reset Button বাটন ও এলইডি ইন্ডিকেটর রয়েছে।  

এই রাউটারটিতে কয়েকটি মুডে ব্যবহার করতে পারবেন তার মধ্যে Router Mode, Access Point Mode, Range Extender Mode, WISP Mode


রাউটারটিতে প্যাকেজিং এর মধ্যে থাকছে

☑ একটি Wi-Fi Router TL-WR840N
☑ একটি Power Adapter
☑ একটি RJ45 Ethernet Cable
☑ একটি Quick Installation Guide

এই রাউটারটি আপনি আপনার নিকটস্থ আইটি শপে পাবেন যার দাম ১৪৫০ থেকে ১৬০০ এর মধ্যে হয়ে থাকে।

আপনি চাইলে এই তিনটি রাউটার এর মধ্য থেকে আপনার পছন্দের রাউটারটি বেছে নিতে পারেন। আমাদের আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ💓 আপনার কোন মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না!!

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad