আজকে আমরা জানবো সুজুকি বাইকের কিছু সার্ভিস নীতিমালা সম্পর্কে। যে নিয়ম গুলা না জানলে হারাতে পারেন Suzuki Official Warranty.
✔ পি ডি আই সম্পাদন:
ডিলার পয়েন্ট এ অবশ্যই পিডিআই সম্পূর্ণ করে গ্রাহককে মোটরবাইক সরবরাহ করতে হবে। পিডিআই সম্পূর্ণ হয়েছে মর্মে গ্রাহককে স্বাক্ষর নিতে হবে। এই প্রক্রিয়াটি Suzuki Bike Showroom সম্পূর্ণ করবে।
✔ ওয়ারেন্টি রেজিস্ট্রেশন:
অনলাইনে গ্রাহকের তথ্য প্রদান করতে হবে ও ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের রেনকন কপি, রেনকন মোটর বাইকস ঢাকা অফিসে পাঠাতে হবে। এই প্রক্রিয়াটি Suzuki Bike Showroom সম্পূর্ণ করবে। আপনি শুধু প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কি না জেনে নিবেন।
✔ রক্ষণাবেক্ষণ এর গুরুত্ব:
অনুগ্রহ করে অনার্স ম্যানুয়ালটি পড়ে দেখবেন ও রক্ষণাবেক্ষণ নিয়ম মেনে চলবেন। আপনার মোটরবাইক থেকে সেরা সার্ভিসটি পেতে অবশ্যই অত্র বইয়ের সিডিউল অনুযায়ী রক্ষণাবেক্ষণ অতি গুরুত্বপূর্ণ।
✔ ফ্রি সিডিউল সার্ভিস:
সুজুকি বাইকের ওয়ারেন্টি বইয়ের রেনকন মোটর বাইক কর্তৃক ৫ টি ফ্রি সার্ভিস কুপন দেওয়া আছে। সেই বইয়ের রক্ষণাবেক্ষণ সিডিউল ও চেকলিস্ট অনুযায়ী ফ্রি সার্ভিস কুপনের কাজগুলো সম্পাদন করতে হবে। ফ্রি সিডিউল সার্ভিস নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করতে হবে। নির্দিষ্ট সময়ের পর ইহা প্রযোজ্য হবে না।
✔ পেইড সিডিউল সার্ভিস:
সুজুকি ওয়ারেন্টি বইয়ের রান কোন মোটর বাইক কর্তৃক সাতটি পেইড সার্ভিস কুপন দেওয়া আছে অত্র বইয়ের রক্ষণাবেক্ষণ সিডিউল ও চেক লিস্ট অনুযায়ী পেড সার্ভিস কুপনের কাজগুলো সম্পাদন করা হবে। পেইড সার্ভিসের চার্জ গ্রাহক পরিশোধ করবেন।
✔ অন্যান্য সার্ভিস:
গ্রাহকের সমস্যা অনুযায়ী অন্যান্য সার্ভিস ও মেরামত করা যাবে সেক্ষেত্রে নির্দিষ্ট হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে।ওয়ারেন্টীকালীন ফ্রি ও পেইড সার্ভিস সিডিউল সময়মত গ্রহণ করুন ও আপনার মূল্যবান মটর বাইকটির নিরাপত্তা নিশ্চিত করুন।
✔ সিডিউল ফ্রি ও পেইড সার্ভিস:
সুজুকি ওয়ারেন্টি বইয়ের নিয়ম অনুযায়ী ফ্রি সার্ভিস ও পেইড সার্ভিস এর কাজগুলো সম্পাদন করা হয়। ডিলার পয়েন্টের টেকনিশিয়ান শিডিউল ও চেকলিস্ট অনুযায়ী প্রতিটি চেকপয়েন্ট চেক করবেন ও প্রয়োজন অনুযায়ী পরিস্কার, এডজাস্ট, পরিবর্তন, মেরামত করবেন। এছাড়াও গ্রাহকের সমস্যা অনুযায়ী সমস্যা সমাধান করতে পারবেন।আপনার মোটরবাইকের যে কোন সমস্যা ডিলার সার্ভিস পয়েন্টে বিস্তারিত জানান।
✔ ব্রেক ইন পিরিয়ড:
প্রতিটি মোটর বাইক ক্রয়ের পর নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে সেরা পারফরম্যান্স দিয়ে থাকে কারণ এই সময়ের মধ্যে ইঞ্জিনের পার্টসগুলো মসৃণ হয়ে ওঠে আরো সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য।মোটর বাইক ক্রয় এর সময় হতে পরবর্তী600 কিলোমিটার পর্যন্ত আপনার প্রিয় মোটরবাইকটি আরপিএম ৪০০০ থেকে ৫০০০ এর বেশি তুলবেন না। দ্রুত ও ঘনঘন এক্সেলারেশন করবেন না
দ্রুতগতি তুলবেন না। অধিক লোক বহন করবেন না। অনার্স মেনুয়াল ও অর্থ বইয়ের নিয়ম মেনে চলুন।জেনে রাখুন মোটরবাইকটি দীর্ঘ সময় ধরে সেরা পারফরম্যান্স দেয়ার জন্য প্রথম 1600 কিলোমিটার খুবই গুরুত্বপূর্ণ।
✔ জ্বালানি:
একমাত্র অকটিন হচ্ছে আপনার মোটর বাইকের জন্য অনুমোদিত জ্বালানি অবশ্যই ভালো মানের অকটেন ব্যবহার করুন।অকটেন ও পেট্রোরে মিশ্রণ বা ভেজাল জ্বালানি আপনার মোটরবাইক কি ক্ষতি করতে পারে বা পারফরম্যান্স ও মাইলেজ কমিয়ে ইঞ্জিনিয়ার আয়ু কমিয়ে দেয় কাজেই ভালো মানের অক্টেইন জালালী হিসেবে ব্যবহার করুন।
✔ নিরাপত্তা:
বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন অনার্স মেনুয়াল পড়ে দেখবেন তাহলে আপনার ও মোটরবাইকের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন।ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদ ও ভালো থাকুন।
✔ জেনুইন স্পেয়ার পার্টস ও ইঞ্জিন অয়েল:
নন জেনুইন স্পেয়ার পার্টস বা ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে কোন ক্ষয়ক্ষতি হলে উহার দায় র্যানকন মোটর বাইকের উপর বর্তায় না বরং নন জেনুইন ইজ পেয়ার পার্টস বা ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে ওয়ারেন্টি বাতিল হতে পারে। মান এর বিষয়ে ট্রাংকন মটর বাইক কোন পোকা নিশ্চয়তা প্রদান করে না। কাজেই জেনুইন স্পেয়ার পার্টস ও ইঞ্জিন অয়েল ব্যবহার করুন নিরাপদে ও নির্ভাবনায় পথ চলুন।
আমাদের পরামর্শ হচ্ছে আপনার বাইকটি থেকে সেরা পারফরম্যান্স পাওয়ার জন্য ব্রেকিং পিরিয়ডের নিয়ম মেনে চলুন ও নিয়ম অনুযায়ী শিডিউল সার্ভিস গ্রহণ করুন অবশ্যই অশিক্ষিত প্রবৃদ্ধ বিশ্বস্ত মোটর বাইক মেকানিক হতে আপনার মোটরবাইক মেরামত করান এ ক্ষেত্রে মোটরবাইক সার্ভিস সেন্টারের সার্ভিস সেন্টার পয়েন্ট আপনার পাশে আছে।
This Post is Very Infromative! ❤
উত্তরমুছুনThanks for Great Sharing! 😘
To Know More About This Vist: Blogs Hill