দিন যত যাচ্ছে টেকনোলজি তত পরিবর্তন হচ্ছে টেকনোলজি পরিবর্তনের সাথে সাথে রাউটারের ফিচার ও কোয়ালিটির পরিবর্তন আসছে, এবং এরই সাথে সাথে রাউটার কোম্পানিগুলো যেন প্রতিযোগিতায় নেমেছে কত কম দামে কত বেটার সার্ভিস দেওয়া যায়। তারই পরিপেক্ষিতে হয়তো Netis সবচেয়ে কম মূল্যে উচ্চগতি সম্পন্ন তিন এন্টেনা রাউটার নিয়ে এনেছে। যে রাউটার রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এন্টেনা যা অন্য সকল রাউটার থেকে আলাদা করেছে।
উচ্চগতির এই রাউটারে রয়েছে একটি WAN INPUT PORT এবং চারটি LAN OUTPUT যা ১০ থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সপোর্ট করতে এবং রিসিভ করতে পারে। তাছাড়া রয়েছে একটি রিসেট বাটন।রাউটারটির ওয়ারলেস ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2.4-2.4835GHz গিগাহার্জ এবং ডাটা টাছমিট ৩০০ এমবিপিএস এবং এর ট্রান্সমিট পাওয়ার আপ 20dBm(MAX)। রাউটার টি এন্টেনা উচ্চ গতি সম্পন্ন হয় এর কাভারেজ এক হাজার স্কয়ার ফিট। রাউটারটি ব্যবহার করা হয়েছে এডভান্স সিকিউরিটি ইনক্রিপশন যা আপনার নেটওয়ার্কের সকল প্রকার থ্রেটকে রক্ষা করবে।
রাউটারের প্যাকেটে রয়েছে ঃ
- একটি রাউটার
- একটি পাওয়ার এডাপ্টার
- একটি ল্যান্ড ক্যাবেল
- একটি ইনস্টলেশন গাইডলাইন
উচ্চ গতি সম্পন্ন এর রাউটারটির মাধ্যমে আপনি কম্পিউটার মোবাইল ফোন ওয়ারলেস ক্যামেরা ওয়াইফাই ডিভাইস ব্যবহার করতে পারবেন এই রাউটারের ফাইভ ডিবিআই হাইগেইন এন্টেনা আপনাকে ইন সিউররিটি দেয় যে এর কাভারেজ আপনি আপনার বাসা অফিসে যে কোন স্থান থেকে ফাস্ট ডাউনলোডিং এবং ইন্টারনেট কলিং এবং এইচডি ভিডিও স্ট্রিমিং করতে পারবেন।
এই রাউটারটির কিছু ফিচার অন্য সকল রাউটার থেকে আলাদা করছে যেমনঃ
Multiple wireless modes- AP, Repeater, AP+WDS, WDS, Client, Easy wireless security setup at a push of the WPS button, Internet Access Control- IP filtering, MAC Filtering, Domain Filtering based on time✅
আমার কাছে এন্টি লেভেলের রাউটার গুলোর মধ্যে বেস রাউটার মনে হয়েছে। এ রাউটারটি আপনি কিভাবে ইন্সটল করবেন তা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন।