আপনারা যারা রাউটার পরিবর্তন করতে চাচ্ছেন অথবা নতুন ভালো মানের রাউটার কিনতে চাচ্ছেন তাদের জন্য এই আর্টিকেল টি কারণ আজকে এই আর্টিকেলের মাধ্যমে পরিচয় করিয়ে দিব Dual Band AC 1200 ওয়ারলেস রাউটারের সাথে। রউটারটির মডেল Netis N3
Netis N3 ডুয়াল ব্যান্ড রাউটারের সুবিধা কী? ✅
নেটিসের Netis N3 মডেলের রাউটারটি বেটার পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে Realtek এর 1GHz CPU এবং এতে রাম ব্যবহার করা হয়েছে ১২৮ জিবি। এই রাউটারটির মোস্ট একটাক্টিভ ফিচার হল রাউটারটি Simultaneous 2.4 GHz 300 Mbps এবং 5 GHz 867 Mbps মোট ১২০০ Mbps ডাটা ট্রান্সফার করতে পারে। আপনি রাউটারটি Router Mode ছাড়াও AP Mode, Client Mode ব্যবহার করতে পারবেন। তার তাছাড়া মাল্টিপল SSID অর্থাৎ 6 এডিশনাল সেপারেট নেটওয়ার্ক গেস্ট,ফ্রেন্ড ইত্যাদি হিসেবে নেটওয়ার্ক তৈরি করতে পারবেন ।
রাউটার টিতে রয়েছে একটি ১০/১০০/১০০০ Mbps WAN Port এবং তিনটি ১০/১০০/১০০০ Mbps Lan Port তাছাড়া রাউটারটিতে চারটি 5dBi antenna এন্টেনা রয়েছে। রাউটারটির ডুয়েল ব্র্যান্ড হওয়ার একই সাথে ২.৪ GHz এবং 5 GHz ফ্রিকুয়েন্সিতে ডাটা ট্রান্সমিট করতে পারে। Netis N3 মডেলের রাউটারটিতে রয়েছে একটি WPS বাটন যেটি প্রেস করলে ডব্লিউ পি এ অ্যাক্টিভ হয় এবং একটি Reset বাটুন রয়েছে । এছাড়াও রাউটারটি Back Side & Font Side রয়েছে ভেন্টিলেশন ব্যবস্থা যার রাউটারটিকে গরম হওয়া থেকে রক্ষা করে।
নেটিসের রাউটার গুলোতে সবথেকে বড় সুবিধা হল এই রাউটার গুলো একটানা অনেক দিন পর্যন্ত সার্ভিস দিতে পারে এবং এটি খুব সহজে কন্ট্রোল করা যায় ।তাছাড়া এই রাউটার টিতে পাবেন আরো দারুন দারুন সকল ফিচার। এ রাউটারটি দেখতে এতটাই সুন্দর যে আপনি এটিকে লুকিয়ে রাখতে পারবেন না। যা আপনি আপনার বাসা বাড়ি অফিস সব জায়গায় এটিকে রাখতে পারবেন।
এই রাউটারে রয়েছে MAC Address Filtering, Internet Access Control, IP Filtering, Domain Filtering ইত্যাদি সকল সুবিধা।রাউটারটি আপনি মার্কেটে অথবা অনলাইনে 3200 হাজার থেকে 4000 হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারেন, রাউটারটি কেনার সময় অবশ্যই স্মার্ট ওয়ারেন্টি স্টিকার দেখে কিনুন।
রাউটারটি প্যাকেট এর মধ্যে রয়েছে:
১ টি N3 রাউটার
১ টি 12V/1.0A Power Adapter
১ টি Quick Installation Guide
সব মিলিয়ে রাউটারটি আমার কাছে সেরা রাউটার মনে হয়েছে আপনারা রাউটারটি কিনতে চাইলে নিচের লিঙ্ক থেকে কিনতে পারেন আর আমাদের এই আর্টিকেল টি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।
কয়টি ম্যাক ফিল্টারিং করা যায়
উত্তরমুছুন