আমরা মোবাইল ব্যবহার করছি কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করি নাই এমন মানুষ খুঁজে পাওয়া যায় না বললেই চলে। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এই গুগল ম্যাপ ব্যবহার করে থাকি যেমন কোথাও ঘুরতে যাবো বা কোথায় যাওয়ার জন্য গুগল ম্যাপ করে জেনে নিই যে জায়গাটা কতদূর এবং যেতে কত সময় লাগবে এবং এর বর্তমান ট্রাফিকের অবস্থান। আর এই চলাচলের সুবিধার জন্য গুগল নিয়ে এলো তাদের নতুন একটি সিস্টেম ভিপিএস যার অর্থ হল ভিজুয়াল পজিশনিং সিস্টেম যার ফলে ক্যামেরার মাধ্যমে গন্তব্য স্থল খুঁজে পাওয়া সম্ভব অর্থাৎ আপনি কোন দিকের গন্তব্য করছেন সেটি ক্যামেরা তা করলেই আপনার তথ্য দেখাবে।
চলেন এবার জেনে নিয়ে VPS কি কেনই বা GPS থেকে এটি ব্যতিক্রম।আমরা প্রচলিত যে জিপিএস ইউজ করি সেখানে যে নেভিগেশন সিস্টেমটা আছে সেটি আমাদের বারবার দেখতে হয় অর্থাৎ একই জায়গায় থেকে বারবার দেখতে হয় আসলে আমরা কোন দিকে যাচ্ছি কিন্তু বর্তমানে VPS এর মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন গন্তব্য স্থানের বাস্তব চিত্র।
এই VPS এর ফলে আপনার মুঠোফোনের ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিবে যে আপনি কোন দিকে যাবেন এবং যার ফলে আপনি দেখতে পাবেন সঠিক গন্তব্য স্থান ।
Google এক্ষেত্রে ব্যবহার করছে এআর সিস্টেম। যারা দিনে দিনে আরও আপগ্রেডেশন আনবে বলে জানিয়েছে। ভিপিএস এর ফলে আপনাকে আর হারিয়ে যেতে হবে না কোন কোলাহল ব্যস্ত শহরের মধ্যে। আপনি আপনার ক্যামেরা তাক খুললেই দেখতে পারবেন আপনার সঠিক গন্তব্য স্থান। Google এখনো তাদের এই সার্ভিসটি জনগণের জন্য ওপেন করেন নাই তারা এখনো পরীক্ষামূলকভাবে চালিয়ে যাচ্ছেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আমরা এই সার্ভিসটি পেতে যাচ্ছি।এই সার্ভিসের তারা আরো অনেক সকল ফিচার রাখছে এর মধ্যে আপনি ভিপিএস ওপেন করে মিনিমাইজ করে অন্যান্য কাজ করতে পারবেন।
আমরা যারা অনলাইনে কাজ করছি তারা আমরা জানি আসলে ভিপিএস বলতে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারকে বুঝি। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।