আমি যদি আপনাদেরকে কেলকোটারের কথা চিন্তা করতে বলি অথবা বাসায় ক্যালকুলেটরটি বের করে দেখতে বলি তাহলে আমি মোটামুটি নিশ্চিত সেটি CASIO ব্র্যান্ডের ক্যালকুলের কথাই বলবেন।CASIO সব ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখে তাদের বিভিন্ন ধরনের ক্যালকুলেটর তৈরি করেছেন।
কাজের উপর ভিত্তি করে ক্যালকুলেট সমূহ ঃ
1) Basic Calculator
2) Desktop Calculator
3) Scientific Calculator
4) Printing Calculator
2) Desktop Calculator
3) Scientific Calculator
4) Printing Calculator
ইত্যাদি,এছাড়া বড় বড় জ্যামিতিক সমস্যার সমাধের জন্য রয়েছে Graphing Calculator রয়েছে।
CASIO ক্যালকুলেটর কেন এত জনপ্রিয়?
প্রথমত বলা যায় এর Durability এবং Dependency কারণে। একটি অরজিনাল কেলকোটার কোনরকম সার্ভিসিং ছাড়াই অনেক বছর ব্যবহার করা যায় এবং একটি ক্যালকুলেটর খুব কম সময়ে নির্ভুল হিসাব দিতে সক্ষম।
CASIO নামটি যেমন সারা পৃথিবীর জনপ্রিয় তা অর্জন করেছে ঠিক এই নামকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে নিয়ে এসেছে নকল বা ডুবলিকেট CASIO ক্যালকুলেটর যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতা এবং নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে ক্রেতাদের মধ্য। আজকে আপনাদের এই আর্টিকেল মাধ্যমে জানাবো একটি অরজিনাল ক্যালকুলেটর যা আগে কেউ শেয়ার করে নাই।
CASIO অরজিনাল ক্যালকুলেটর চেনার ঊপায়ঃ-
অরজিনাল CASIO ক্যালকুলেটরের প্যাকেটে একটি হলোগ্রাম স্টিকার লাগানো থাকে এবং একটি QR কোড স্ক্যান দেওয়া থাকে। যা স্কান করে আপনি জানতে পারবেন আপনার ক্যালকুলেটরটি অরজিনাল ক্যালকুলেটর বা নকল ক্যালকুলেটর।
অথবা আপনি চাইলে ক্যালকুলেটরের অন বাটন টিপে মেনু অপশনে যে শিফট তারপরে অপশন বাটন টিপলে আপনার এই কিউ আর কোড স্ক্যানটি শো করবে (পাওয়ার চালু করতে "ON" টিপুন তারপর "MODE", "0") এরপর আপনি মোবাইল অথবা ট্যাবের মাধ্যমে কোডটি স্ক্যান করুন স্ক্যান করলে একটি ম্যানুয়াল প্রদর্শন করবে ।সত্যতা যাচাই ও ESPLUS -এর ম্যানুয়াল প্রদর্শিত হবে। আপনার ক্যালকুলেটরের সত্যতা যাচাই পরীক্ষা করতে CHECK বোতামটি টিপুন। আপনার প্রোডাক্ট সম্পর্কে তথ্য রেজিস্টার করতে "Worldwide Education Website" ক্লিক করুন।।
নকল পণ্য গুলো QR কোড তৈরি করতে পারে না । যদিও কিছু ক্যালকুলেটরে QR কোড আসে এবং সে ক্যালকুলেটর গুলা QR কোড ভ্যালিড হয় না অর্থাৎ অন্য কোন ওয়েবসাইটের দেখায়। যা অরজিনাল CASIO ওয়েবসাইট টি হলো বিশ্বব্যাপী শিক্ষা ওয়েবসাইট