বজ্রপাত থেকে রউটার রক্ষা করার কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ
✔যখন বুঝতে পারবেন বজ্রপাত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তখন রাউটারটি সর্বপ্রথম ইলেকট্রিসিটি সংযোগ বিচ্ছিন্ন করুন।
✔রাউটারে থাকা ইন্টারনেট ক্যাবল খুলে ফেলুন অর্থাৎ রাউটারে থাকা WAN পোর্টে ক্যাবলটি বিসংযোগ বিচ্ছিন্ন করুন।
অন্য পোস্টঃ জেনে নিন আপনার সিসিটিভি ক্যামেরা সুরক্ষিত রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস !!
প্রশ্ন করতে পারেন কেবল কেন বিচ্ছিন্ন করবেন?
ধরুন বজ্রপাত আপনার বাসায় বা তারের আশেপাশে পড়ল না।কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন টি যেখান থেকে আসছে সেখানে পড়েছে অর্থাৎ যে সুইচের মাধ্যমে কানেকশন আসছে সেখানে পড়েছে তাহলে কিন্তু সেই ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ এসে আপনার রাউটারটি পুড়িয়ে দিতে পারে।
অর্থাৎ এমনও দেখা গেছে রাউটার ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন করার পরেও কিন্তু ইন্টারনেট লাইনের ক্যাবলে কারণে রাউটার নষ্ট হয়ে গেছে।
✔অনেকেই বলতে পারেন বাসায় স্টাবিলাইজার ব্যবহার করে বজবাদের হাত থেকে রক্ষা করা যায় আমি তাদের সাথে একমত কিন্তু বাইরে থেকে আসা ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে আসলে কিন্তু শুধু স্টাবিলাইজার দিয়ে রক্ষা করা সম্ভব না।
✔এছাড়াও আপনার রাউটারটি ভালো রাখার জন্য রাউটারের মাঝে মাঝে রিস্টার্ট দিন
✔রাউটারের সাথে ওয়ার এর মাধ্যমে আপনার যে কোন একটি ডিভাইস চালান তাতে রাউটার ভালো থাকে।
✔রাউটারের সরাসরি সূর্য আলো বা পানি লাগাতে দিবেন না
✔তাছাড়া আপনি রাউটার কেনার সময় ভালো মানের রাউটার নির্বাচন করুন কারণ এটা মাথায় রাখবেন রাউটার কিন্তু ২৪ ঘন্টার সপ্তাহে সাত দিন মাসে ৩০ দিন অর্থাৎ বছরে ৩৬৫ দিন আপনাকে সার্ভিস দিবে।
অন্য পোস্টঃ Top 3 Best Selling Wi-Fi Router in BD ।। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় তিনটি রাউটার ২০২৩
এছাড়ো রাঠোর ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমাদের আরেকটি আর্টিকেল আছে আপনারা চাইলে আর্টিকেলটা পড়ে নিতে পারেন