ইন্টারনেট ক্যাবল CAT5/ CAT6 কিনে ঠকছেন না তো?
আমরা যারা বাসাবাড়ি বা অফিসে ইন্টারনেট কানেকশন নিতে চাই অথবা সিসিটিভি ক্যামেরা লাগাতে যায় । তখনই প্রয়োজন পড়ে Ethernet Cable, CAT5 / CAT6 Cable, অথবা আমাদের দেশে ইন্টারনেট ক্যাবল নামে বেশি পরিচিত।
আমরা যখন ক্যাবল কিনতে যাই তখনই বিপত্তি বাঁধে। এই আর্টিকেল টি শুধু আপনাদের জন্য যারা আপনারা ক্যাবল কিনতে যাচ্ছেন বা কিনবেন বলে ভাবছেন। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে ক্যাবল কিনতে গেলে কখনই ঠকবেন না।
আসুন ক্যাবল সম্পর্কে বেসিক খুঁটিনাটি জেনে নেই।
ইন্টারনেট সংযোগ বা সিসিটিভি সংযোগের ক্যাবল কে কিছু নামে ডাকা হয় ।
যেমন CAT5,CAT5E,CAT6,CAT7,CAT8
এখানে CAT বলতে CATAGORY কে বোঝানো হয়েছে। আবার এই সকল ক্যাবল কে দুই নামে ডাকা হয় UTP (UNSHIELDED TWISTED PAIR ) বা STP (SHIELDED TWISTED PAIR ) Cable
এখন বলতে পারেন সবই তো বুঝলাম তাহলে ঠকবো টা কোথায়?
উত্তর: ৩৯.৩৭ ইঞ্চি।
যেহেতু ক্যাবল মিটারে বিক্রি হয় সেহেতু আপনি মার্কেটে গেলে দেখবেন এর বহুরূপী কারচুপি।
যেমন ধরুন আপনি দশ মিটার ক্যাবল কিনতে মার্কেটে গেলেন দোকানদার ও আপনাকে ক্যাবলের গায়ে লিখা অনুযায়ী ১০ মিটার ক্যাবল দিল। বাসায় এসে আপনি দেখলেন ক্যাবল শট পড়েছে অর্থাৎ কম হচ্ছে। যেহেতু আপনি গুগল অনুযায়ী 1 মিটার সমান 39 ইঞ্চি হিসেবে কাউন্ট করেছেন। এবার আপনি ফিতাটা হাতে নিয়ে দেখতে পেলে ক্যাবল যে মিটার কাউন্ট করা হয়েছে তাতে ৩৩ ইঞ্চিতে এক মিটার ধরা হয়েছে। অর্থাৎ এ দেখে বুঝতে পারছেন কম দামি দুই নম্বর ক্যাবল মিটার বাজারে ৩৩ ইঞ্চিতে বা ৩৫ ইঞ্চিতে অনেক সময় এর কমেও হয়ে থাকে। তাই ক্যাবল কেনার আগে অবশ্যই ইঞ্চির হিসাবটা ভালোভাবে দেখে নিবেন, না হলে ঠকার সম্ভাবনা আছে😨
এবার আসুন আমি যে CATAGORY কথা বলেছিলাম সেখান থেকে আপনি কোন CATAGORY Cable কিনবেন। আমাদের দেশে CAT5, CAT5E, CAT6, এইগুলো বেশি প্রচলিত।
CAT7 বা CAT8 তেমন ব্যাবহার হয় না বা মার্কেটে Available না।
চলেন আমরা প্রচলিত তিনটি ক্যাবল সম্পকে জেনে নিই প্রথমত CAT5 👉
এই ক্যাবল গুলো অনেক আগেই ব্যবহার করা হতো এখন এর ব্যবহার করা হয় না বলেই চলে। এখন ব্যবহার হয় CAT5E এই ক্যাবল এই দুটোর মধ্যে পার্থক্য CAT5 এর মধ্যে দুই পেয়ার তার থাকে অর্থাৎ চারটা তার থাকে আর CAT5E এর মধ্যে ৪ পেট অর্থাৎ আটটা তার থাকে ।
CAT5 এর মাধ্যমে সর্বোচ্চ 100 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায় আর CAT5E এর মাধ্যমে সর্বোচ্চ 1 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায়। তাহলে বুঝতে পারছেন CAT5 এবং CAT5E মধ্যে পার্থক্য সমূহ।
CAT6 Cable, CAT5E মতই চার পেয়ার বা আটটা তার হয়ে থাকে এই CAT6 এর মাধ্যমে 10 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায় ।
এবার বলতে পারেন CAT5E এবং CAT6 যদি ৪ পেয়ার অর্থাৎ ৮ টা তার থাকে তাহলে স্পিড এত বেশি কেন?
এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন CAT6 ক্যাবলে তার টুইস্টেড অনেক বেশি এবং CAT6 Cable এর মাঝখান বরাবর প্লাস্টিক দিয়ে তার গুলো ডিভাইডেড করা থাকে। যার ফলে তারের ইন্টারফারেন্স খুব কম হয়ে থাকে এবং স্পিড বেশি হয়।
এছাড়া আপনি কেনার সময় এই ক্যাবলের মধ্যে কপারের পরিমাণটা শুনে নিতে পারেন । কপার এর পরিমাণ যদি ২০ থেকে ৩০% এর কম হয় তাহলে সে ক্যাবল না নেওয়াটাই উত্তম।
প্রথমেই বলেছিলাম UTP এবং STP ক্যাবলের কথা। STP Cable সাধারণত Shielded হয়ে থাকে । অর্থাৎ এই ক্যাবেল গুলার মধ্যে প্লাস্টিক ছাড়াও ক্যাবলের অর্থাৎ তারের উপরে ফুয়েল পেপার থাকে যার ফলে এর ইনফারেট অনেক কম হয় এবং এটি অনেক মজবুত এবং শক্ত হয়। যার ফলে ডাটা কানেক্টিভিটি এবং ডাটা লস এর পরিমাণ কম থাকে।
এখন আসছি আপনি কোন ব্র্যান্ডের কেবিল কিনবেন? বাজারে অনেক ধরনের ব্র্যান্ডের কেবল পাওয়া যায় এর মধ্যে Dahau, Vivanco, Hikvison, Xtreme ইত্যাদি।
আপনারা যদি Cable সম্পর্কে আরো টেকনিক্যাল বিষয়গুলো জানতে চান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।
khubi valo likha
উত্তরমুছুনধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য
উত্তরমুছুন