অবশেষে প্রকাশ হলো এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল!! আজ দুপুর ১২ সময় এই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রত্যাশীরা নিজ নিজ প্রতিষ্ঠান অথবা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এবং এসএমএস এর মাধ্যমে তাদের এই ফলাফল জানতে পারবে।
শিক্ষা মন্ত্রী ডক্টর দীপু মনি আজ আন্তর্জাতিক মাতৃভাষা সম্মেলন কেন্দ্রে ফলাফল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। করোনা এবং বন্যার কারণে দুই দফা পিছিয়েছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষার পাশের হার ৯০% এর কম।
চলুন দেখে নিয়ে এসএসসি রেজাল্ট ২০২২ কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখবেন।
রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম প্রবেশ করতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশের ওয়েবসাইটে, লিংকে প্রবেশ করানোর পর আপনার এক্সামিনেশন টাইপ অর্থাৎ এস এস সি বা দাখিল বা এর সমমান সেটি দিতে হবে।এরপর এসএসসির ইয়ার সিলেক্ট করবেন। পরবর্তীতে বোর্ডের জায়গায় আপনার বোর্ড সিলেট করবেন, এবং যথাক্রমে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশনের নাম্বার এর জায়গায় দুটি বসাবেন এবং পরবর্তীতে আপনি কি যোগফল দেখতে পাবেন অর্থাৎ এখানে যোগ করে যোগ দিয়ে সংখ্যাটা যা হবে সেটি বসিয়ে সাবমিট করবেন তাহলে আপনার সামনে রেজাল্ট শো করবে
লিঙ্কঃ educationboardresults.gov.bd
এছাড়াও আপনি যদি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে চান তাহলে প্রথমে SSC লিখবেন এরপর আপনি কোন বোর্ডের আন্ডারে আছে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন (DHA/CHA/CUM/JES/RAJ/DIN/SYL/BAR/MAD/TEC/VOC/BTE) এবং তারপরে আপনার রোল নাম্বার লিখবেন এবং আপনার এসএসসি সাল দিয়া ১৬২২২ নাম্বারে এসএমএস করবেন পরবর্তী এসএমএস এর রিপ্লাই আপনার রেজাল্ট চলে আসবে।
Example: SSC <Space> DHA <Space> 111545 <Space> 2022 Send to 16222 number.
এছাড়াও আপনি যদি এসএসসি রেজাল্ট দিতে না পারেন তাহলে আমাদের কমেন্টে জানান আমরা আপনার রেজাল্টটি দেখে দিব ইনশাআল্লাহ্।