আজকে আমরা জানবো বাংলাদেশের জাতীয় সমস্যা রাউটার করা নিয়ে!! 👇
আমাদের দৈনন্দিন জীবনে আইটি সমস্যার সমাধান নিয়ে কাজ করে রাফসান ৩৬০ সলিউশন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমাধান করব রাউটার অফ করে অন করা সলিউশন নিয়ে। এছাড়া এই আটিকেল এর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যার ফলে আপনার রাউটারের স্পিড বর্তমানে গাতি বাড়িয়ে নিতে পারবেন।
আমার ধারনা মতে আমাদের দেশে যারা ওয়াইফাই রাউটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে আপনার ওয়াইফের সমস্যা জড়িত কারণে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইসপিকে ফোন দিলে তারা আপনার রাউটার অফ করে অন করতে বলে নাই এমন পার্সেন্টেজ খুবই কম। আমি নিজেও এমন কথার সম্মুখীন হয়েছি অনেকবার।
এখন বিষয় হল কেন রাউটার অফ করে অন করতে বলে এবং এ থেকে কি বাঁচার কোন উপায় নেই?
হ্যাঁ আছে তো চলুন কি কি উপায়ে এর সমাধান করা যায়।
একবার বেশ কিছু আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একটি সমীক্ষা চালালো। যে সকল গ্রাহক তাদের কাছে অভিযোগ করছে যে তারা ওয়াইফাই পাচ্ছে না বা ইন্টারনেট একদম স্লো পাচ্ছে তাদেরকে নিয়ে। তো তখন দেখা গেল তাদের মধ্যে অধিকাংশ ই নিম্নমানের ওয়াইফাই রাউটার ব্যাবহার এর ফলে যা অধিক সময় অন রাখার ফলে রাউটার গরম হয়ে হ্যাং করেছে যার কারণে ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়।
তাছাড়া আমাদের দেশের মতো হাই টেম্পারেচার দেশে যখন একটি রাউটার ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন প্রয়োজনে বা অপ্রয়োজনে রাউটার চালু রাখা হয় এজন্য অনেক সময় রাউটার হ্যাং করে এবং ইন্টারনেট স্পিড ধীরগতি হয়ে যায়।
✔তাই এ থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই দিনে অন্তত কিছু সময়ের জন্য হলেও রাউটারটি অফ করে রাখা উচিত।
✔তাছাড়া আপনি যখন রাউটার স্থাপন করবেন তখন আপনার রাউটারটি ফাঁকা স্থানে লাগাবেন যেখানে সহজে বায়ুপ্রবেশ করতে পারে রাউটারটি কখনো ফ্রিজ, মাইক্রোওভে, টিভি, cordless ফোন ইত্যাদি এ সকল স্থানে রাখবেন না।
✔মাসে একবার বা প্রয়োজন অনুসারে রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করুন কারন আপনার রাউটারের মাধ্যমে আপনার অজানায় কেউ ওয়াইফাই ব্যবহার করতে পারে তো যখন রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন তখন অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে। কারণ প্রত্যেকটা রাউটারের একটা ইউজার লিমিটেশন আছে এই ইউজার লিমিটেশনের বাইরে যদি বেশি মানুষ যুক্ত থাকে তাহলে রাউটার হ্যাং করার সম্ভাবনা থাকে।এছাড়া হয়তো আপনি তাকে একবারের জন্য পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু পরবর্তীতে চান না ওয়াইফাই ব্যবহার করুক সে ক্ষেত্রেও সুবিধা পাবেন
✔তাছাড়া আপনি রাউটার কেনার সময় ভালো মানের রাউটার নির্বাচন করুন কারণ এটা মাথায় রাখবেন রাউটার কিন্তু ২৪ ঘন্টার সপ্তাহে সাত দিন মাসে ৩০ দিন অর্থাৎ বছরে ৩৬৫ দিন আপনাকে সার্ভিস দিবে।
✔ আপনাকে ইন্টারনেট স্পিড ঠিক আছে কিনা দেখার fast.com অথবা pingtest.net এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইন্টারনেট স্পিড চেক করে নিতে পারেন।
আশা করি উপরিক্ত বিষয়গুলো মানলে আপনার রাউটার কখনো হ্যাং করবে না অথবা স্পিডে কমতি হবে না।