মেকানিক্যাল কীবোর্ডের খুঁটিনাটি - কেনার আগে অবশ্যই আর্টিকেল টি পড়ুন।

আজকে শেয়ার করব আপনাদের সাথে মেকানিক্যাল কিবোর্ড সম্পর্কে। তুলে ধরার চেষ্টা করব এর ভাল সাইড এবং খারাপ সাইড নিয়ে। আশা করি পুরো আর্টিকেল পড়লে বুঝতে পারবেন।মেকানিক্যাল কিবোর্ড সম্পর্কে !! 


সবার আগে আমরা জানবো কিবোর্ড কি?

কিবোর্ড হল কম্পিউটার প্রধান ইনপুট ডিভাইস যাতে Button অথবা KEY বিন্যস্ত থাকে যেটি সুইচের মতো কাজ করে । যে সুইচগুলো প্রেস করলে কম্পিউটারের সংকেত পায় এবং সেই অনুযায়ী কম্পিউটার স্ক্রিনে শো করে । কীবোর্ডে কিন্তু ৮৪ থেকে ১০১ KEY হয়ে থাকে । এটি ব্যবহারের উপর ভিত্তি করে KEY গুলো পাঁচ প্রকারের হয়ে থাকে ঃ-

1) Function key
2) Numeric key
3) Arrow Key or Logical key
4) Alphabetic key
5) Special key


এখন জানবো এই কি গুলো কিভাবে কাজ করে?


প্রত্যেকটি কিবোর্ডে দুইটা জিনিস থাকে ১) প্রসেসর ২) সার্কিট   এর গুলো  KEY এর ক্যারেক্টারগুলো ক্যারি করে থাকে। যখন কোন কি প্রেস করা হয় তখন প্রসেসরের আইডেন্টিফাই করে কোনটি প্রেস করেছে। 

বর্তমান মার্কেটে আমরা দুই ধরনের কিবোর্ড দেখতে পাই ১) মেমব্রেন কিবোর্ড  ২) মেকানিক্যাল কিবোর্ড।

মেমব্রেন কিবোর্ড গুলো একটি পেশার প্যাড থাকে যার উপরে কি সুইচগুলো বিন্যস্ত থাকে সাধারণত এই কিবোর্ডগুলো অনেক কম মূল্যের হয়ে থাকে।
অপরদিকে মেকানিক্যাল KEYBOARD ইন্ডিভিজুয়াল সুইচ থাকে প্রতিটি KEY জন্য যার ফলে কোন বাটন প্রেস করলে KEY গুলো বাদ পড়ার সুযোগ নেই তাছাড়া মেকানিক্যাল কি গুলোর লংজিবিলিটি অনেক বেশি হয়ে থাকে। মেকানিক্যাল কিবোর্ডের KEY সুইজের লাইফ টাইম ৬০ মিলিয়ন হয়ে থাকে । তাছাড়া একসাথে অনেকগুলো কি প্রেস করলে প্রত্যেকটি কি কাজ করবে কিন্তু আপনি যদি মেমবেন কিবোর্ড প্রেস করেন তাহলে সেটির পক্ষে সম্ভব নয় এজন্য প্রোগ্রামারদের জন্য মেকানিক্যাল কিবোর্ড সেরা পছন্দের তালিকায় থাকে। এছাড়া মেকানিক্যাল কি বোর্ডের জন্য আপনার পছন্দের সঙ্গী হতে পারে কারণ এটি কি প্রেস করার পরে 6 ms সেকেন্ড সময় লাগে । যার ফলে আপনি দ্রুত টাইপ করতে পারবেন । কিন্তু মেকানিক্যাল কিবোর্ডের গুলোর কাস্তমাইজ  করতে পারবেন যেমন আপনার কিবোর্ড এর কোন একটি KEY নষ্ট হয়ে গেছে আপনি চাইলে ওই KEY অফ রেখে অন্য একটি KEY একটিভ করে রাখতে পাড়েন । কিন্তু আপনি মেমব্রেন কিবোর্ড গুলো  এই ধরনের অপশন পাবেন না । ফলে আপনার কিবোর্ডটা নষ্ট হলে পুরো কিবোর্ড টি ফেলে দিতে হবে।

ব্যাড সাইড অফ মেকানিক্যাল কিবোর্ডঃ-

সাধারণত মেকানিক্যাল কিবোর্ড গুলো দাম অনেক বেশি হয়ে থাকে । মেইনবেন কিবোর্ড এর তুলনায় মেকানিক্যাল কিবোর্ড এর কি গুলা প্রেস করলে এক ধরনের সাউন্ড সৃষ্টি করে যা আপনার রুমে অন্য কারো ডিস্টার্ব মনে হতে পারে । মেকানিক্যাল কিবোর্ডগুলো ওয়েট অনেক ভারী হয় যার ফলে কিবোর্ড ক্যারি করা একটু ঝামেলা হয়ে থাকে।

সর্বশেষ আপনাদের উদ্দেশ্য বলতে চাই মেকানিক্যাল কীবোর্ড অবশ্যই ব্র্যান্ডের কিবোর্ড কিনবেন অবশ্যই অরজিনাল মেকানিক্যাল কীবোর্ড কিনা সেটা লক্ষ্য করব।সাধারণত আমাদের দেশে অনেক নন ব্র্যান্ড চাইনিজ মেকানিক্যাল কিবোর্ড পাওয়া যায় যার ভালো সার্ভিস দেয় না। এই সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad