ভিডিও বেলুন সম্পর্কে প্রথমত বলতে গেলে বলতে হয় এটি এমন এক ধরনের ডিভাইস যার মাধ্যমে এক ধরনের ক্যাবেল থেকে অন্য এক ধরনের ক্যাবলের সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ এটিকে বলা হয় Structured cabling Technic যার মাধ্যমে Traditional Coaxial Cable বা RJ6 Cable কে সহজে CAT6 বা CAT5 এর সাথে সংযোগ দেওয়া যায়। যার ফলে সিসিটিভি Installation সময় ও খরচ দুইটা সেভ হয় ।
চলুন জেনে নেওয়া যাক ভিডিও বেলুন কিভাবে কাজ করে:-
মূলত HD Analog সিসিটিভি ক্যামেরার সংযোগের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। এধরনের ক্যামেরা কোড গুলো থাকে F- Type, C-Type অথবা BNC-Type এক্ষেত্রে RJ6 Cable ব্যবহারের প্রয়োজন পড়ে যা অনেক ব্যয়বহুল ও সময় অপচয় থাকে এ থেকে রক্ষা পাওয়ার জন্য CAT6/CAT5 Cable ব্যবহার করা হয় । যার ফলে একটি ক্যাবল এর মাধ্যমে অনেকগুলো ক্যামেরা সংযোগ করা যায়।
বাজারে বর্তমান যে সকল টাইপের ভিডিও পাওয়া যায়।
#নাম্বার ওয়ান PASSIVE টাইপ ভিডিও বেলুন যে ভিডিও গুলোর মাধ্যমে শুধু DATA TRANSFER করা যায়। এই ধরনের ভিডিও গুলোর মাধ্যমে RJ6 CABLE থেকে সহজে CAT5 বা CAT6 ক্যাবলের ভিডিও ডাটা ট্রান্সপোর্ট করা হয়ে থাকে ।
#নাম্বার টু ACTIVE VIDEO BALUN এই ভিডিও বেলুনের মাধ্যমে ডাটা ট্রান্সমিট ছাড়াও পাওয়ার ট্রান্সমিট করা যায় এছাড়া কিছু ভিডিও বেলুন আছে ডাটা,পাওয়ার এর সাথে PTZ কন্ট্রোল করা।
যায় তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের ভিডিও গুলো রয়েছে।