Ultra Wide গেমিং মনিটর!! সুপার ফাস্ট মিলি সেকেন্ড রেস্পন্স টাইম Quad HD ডিসপ্লে

ইদানিং গেমিং এর ক্ষেত্রে গেমাররা ঝুঁকছে কারভড মনিটরের প্রতি। কমফোর্টেবল ভিউইং এক্সপেরিএন্স সহ একটি আলট্রা অয়াইড কারভড মনিটর, ডুয়াল মনিটর সেটআপের বেশ ভালো রিপ্লেস্মেন্ট হতে পারে।আর তাই স্মার্ট টেকনলজিস বিডি লিঃ বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্রান্ডের নতুন কারভড গেমিং মনিটর। এর মডেল টি হল G34WQCA.


Gigabyte monitor


স্টাইলিশ লুকের আলট্রা ওয়াইড এই কারভড মনিটর টির স্ক্রিন সাইজ ৩৪ ইঞ্চি। এই কারভড মনিটর টিতে আপনি পাবেন ফ্ল্যাট মনিটর থেকে আরও বেশি ক্লোজার ভিউ যা আপনাকে দেবে ইমারসিভ ভিউইং এক্সপেরিএন্স। বেস্ট স্মুথ গেমিং এক্সপেরিয়েন্সের জন্যে এতে থাকছে সুপার ফাস্ট ১ মিলি সেকেন্ড রেস্পন্স টাইম। (3440*1440) রেজলিউসন এর Quad HD ডিসপ্লেটি দেবে ডিটেইল্ড ডিসপ্লে কোয়ালিটি এবং রিফ্রেশ রেট 144 HZ হওয়ায় পেয়ে যাবেন ফ্লুয়িড গেমিং এক্সপেরিএন্স। পারফেক্ট ভিউং অ্যাঙ্গেল পাবার জন্যে এর এক্সকলুসিভ স্ট্যান্ড টিকে আপনি (-৫ থেকে ২০) ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত টিল্ট করতে পারবেন এবং হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন 100 mm পর্যন্ত, এতে ভিউইং অ্যাঙ্গেল পেয়ে যাবেন 178°(H)/178°(V)। গেমিং এর সময় পর্যাপ্ত সাউন্ডের জন্যে এতে রয়েছে দুটওয়াট স্পীকার।                    



Specially গেমারদের জন্যে তৈরি এই মনিটর টির একটি চমৎকার গেমিং ফিচার হল এতে রয়েছে এইম স্ট্যাবিলাইজার, ফলে গেইম চলাকালিন সময়ে এটি মোশন ব্লার রিডিউস করে গেমারকে দেবে বেটার ভিজুয়াল কোয়ালিটি। এর আরেকটি গেমিং ফিচার হল ব্ল্যাক ইকুয়ালাইজার, যা ডার্ক সাইড কে আরও ডিটেইল ভাবে দেখতে সাহায্য করে। দীর্ঘক্ষণ যারা গেমিং করেন তাদের জন্যে এতে রয়েছে ফ্লিকার ফ্রী এবং লো ব্লু লাইট সুবিধা, ফলে আই স্ট্রেইন এবং ফ্যাটিগ হবে অনেক কম। পোর্টস এন্ড কানেক্টর হিসাবে থাকছে দুটি এইচডি এমআই পোর্ট, দুটি ১.৪ ডিস্প্লে পোর্ট, কেন্সিংটন লক এবং একটি ইয়ারফোন জ্যাক।বক্স কন্টেন্ট হিসাবে এতে একটি মনিটর ছাড়া আরও থাকছে পাওয়ার কেবল, এইচডিএম আই কেবল, ডিপি কেবল, কুইক স্টার্ট গাইড এবং ওয়ারেন্টি কার্ড।আজ এ পর্যন্তই । সবাই ভালো থাকবেন, ধন্যবাদ । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad