বাজারের সেরা USB Webcam with Microphone and Speaker for PC - Dahua

আমরা যারা অনলাইনে ভিডিও লাইভ স্ট্রিমিং করি অথবা অনলাইনে মিটিং করি বা ধরেন ক্লাস নেই বা ক্লাস করি বা ভিডিও কনফারেন্সে করি তাদের জন্য WEBCAM খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস । তেমনি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো লো বাজেটের বেস্ট পারফরম্যান্স Dahua Brand এর WEB CMAERA সাথে। চলুন দেখে নেওয়া যাক এবং কি কি সুবিধা রয়েছে।




FULL HD 1080P 2 MEGAPIXEL ক্যামেরাটি 30 FPS এর VIDEO STREAMING & RECORD   করতে পারে ।এই ক্যামেরাটিতে H.265 ভিডিও কম্প্রেশন ব্যবহার করা  হয়েছে।  যার ফলে Bandwidth and Data কম খরচ হয়।যা অন্য সকল ওয়েব ক্যামেরা থেকে আলাদা করেছে।  FULL HD 1080P 2 MEGAPIXEL ক্যামেরাটি SONY CMOS SENSOR ব্যবহার করা হয়েছে।  যা  ৮৪.৫ অ্যাঙ্গেলে ভিউ করতে পারে।

এই ক্যামেরাটি তে রয়েছে Auto White Balance Control,রয়েছে  Power-on/Power-off Indicator, এতে রয়েছে Built-in Microphone, ৩ মিটার এরিয়া পর্যন্ত ভয়েস নিতে সক্ষম যার ফলে আপনার এক্সট্রা কোন মাইক্রোফোন কেনার প্রয়োজন পড়ে নাই। স্মার্ট লুকিং এই ওয়েব ক্যামেরাটিতে রয়েছে USB 2.0 পোর্ট যার ক্যাবিলিটির দৈর্ঘ্য 4.5 Feet যার মাধ্যমে অডিও এবং ভিডিও ট্রান্সমিট করে। হার্ডওয়্যার হিসাবে ব্যাবহার করা হয়েছে 2.4 GHz Intel® Core 2 Duo CPU এবং সাথে 2 GB Internal Memory.  WEBCAM টি প্লাগিন এন্ড প্লে হওয়ায় খুব সহজে ইন্সটল করা যায় যার ফলে কোন সফটওয়্যার বা ড্রাইভার এর প্রয়োজন পড়ে না। ওয়েব কান্টি মাউন্ট করার জন্য রয়েছে চমৎকার ক্লিপ সিস্টেম যে কারণে খুব সহজে আপনার ডেক্সটপ বাই স্ক্রিনে মাউন্ট করতে পারবেন ক্যামেরাটির পেছনে আপনি চাইলে আপনার সাথে হ্যাঙ্গিং করতে রাখতে পারবেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad