বংলাদেশ বিমানবন্দর জাদুঘর ! যেখানে গেলে মাত্র তিশ টাকার উঠতে পারবেন বিমানে, দেখতে পারবেন বাংলাদেশ এর সাধীনতা যুদ্ধে বাবহিত বিমান গুলো।
সারি সারি দাঁড়িয়ে আছে বিমান। যেন যাত্রীর অপেক্ষায়, উঠে বসলেই পাখা মেলবে আকাশে। বিমানবন্দর বা রানওয়ে ভেবেও ভুল হয়ে যেতে পারে কারো কারো! এটি আসলে একটি জাদুঘর। সারি সারি বিমান সাজিয়েও যে একটি জাদুঘর তৈরি করা যায়, তা স্বচোক্ষে দেখতে হলে চলে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ে। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবজ্জ্বল ইতিহাসের সাক্ষী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিমান জাদুঘর।