আপনি কি ছুটি তে বাড়িতে যাবেন, কিন্তু আপনার ডগ বা ক্যাট ওয়াকার অথবা গৃহকর্মী দের প্রবেশ নিয়ে চিন্তিত। আপনি বাড়িতে না থাকলেও যেন তারা প্রবেশ করতে পারে, সেই জন্যে স্মার্ট টেকনোলজিস বিডি লিঃ বাজারে নিয়ে এসেছে ZKTeco ব্র্যান্ডের স্মার্ট ডোর লক। এর মডেল টি হল TL800.
এটি স্মার্ট লকটি নিজে থেকেই ডোর লক বা আনলক করতে পারে। এটি কে wifi নেটওয়ার্ক এর সাথে কানেক্ট করে আপনি পাবেন রিমোট কনট্রলিং এবং রিয়েল টাইম মনিটরিং সুবিধা। এর আউটডোর হ্যান্ডল টির নিচে একটি হিডেন ফিঙ্গার প্রিন্ট সেমিকনডাক্টার ইন্সটল্ড রয়েছে। ভেরিফিকেসন এর জন্যে হ্যােন্ডল টিকে গ্রিপ করলে, ভেরিফিকেসন শেষে ডোরটি অটোম্যাটিক খুলে যাবে।ডোর লক টিকে ৩০ সেকেন্ডের মধ্যে দুইবার প্রেস করলে, আউট ডোরে থাকা ব্যাক্তির ছবি সহ আপনার স্মার্ট ফোনে একটি নোটিফিকেশন আসবে, তখন আপনি পাস কোড দিলে ডোর টি অটোম্যাটিকলি খুলে যাবে ফলে আপনি বাসায় না থাকলেও রিমোট কন্ট্রোল এর মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রন করতে পারবেন।
এই স্মার্ট ডোর লক টিতে আরও রয়েছে Class C cylinder protection, যার ফলে আউট ডোর ইউনিট টি ড্যামেজ হলেও আপনার বাসা থাকবে সেইফ। এই ডোর লকটির ক্যাপাসিটি পাস ওয়ার্ড এর ক্ষেত্রে ৫০, ফিঙ্গার প্রিন্ট ১০০ এবং IC S50 Card- 50। ইমারজেন্সি ইন্টারফেস হিসাবে এতে থাকছে মাইক্রো ইউএসবি।
আরো একটি চমৎকার ব্যাপার হল আপনি চাইলে ডোরলক টিকে সিরি,আলেক্সা, বা গুগল অ্যাসিস্ট্যান্ট এর সাথে কানেক্ট করেও ডোর লক বা আনলক করতে পারেন । তাইতো জেকেটেকো স্মার্ট ডোর লক হবে আপনার বাসা বাড়ির জন্যে চমৎকার একটি সংযুক্তি ।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।