কম্পিউটার ইনপুট পেরিফেরাল এর মধ্যে মাউস একটি গুরুত্তপূর্ণ হার্ডওয়্যার। একটি ভালো মানের গেমিং মাউস, আপনার গেমিং এক্সপেরিএন্সকে বাড়িয়ে তোলে বহুগুণ । আর তাই প্রফেশনাল গেমারদের জন্য লজিটেক ব্রান্ডের G402 Hyperion Fury মডেলের সুপার ফাস্ট এফপিএস গে্মিং মাউস ।
এটি ম্যাট ব্ল্যাক কালারে হওয়ায় দেখতে অনেক চমৎকার লাগে। মাউস টির ওপরে রয়েছে লজিটেকের একটি Blue LED লোগো। আল্ট্রা ফাস্ট গেমিং এক্সপেরিএন্স এর জন্যে এতে ফিউসন ইঞ্জিন হাইব্রিড সেন্সর ব্যবহার করা হয়েছে। এর লেফট এবং রাইট সুইচ লাইফ স্পান পাবেন ২০ মিলিয়ন ক্লিক। এটিতে অন বোর্ড ডিপিআই কন্ট্রোল সুইচ থাকায় আপনি অন দ্যা ফ্লাই ডিপিআই অ্যাডজাস্টমেন্টের সুবিধা পাবেন তথা গেমার চাইলে গেম চলাকালিন সময়ে ইচ্ছানুযায়ি ডিপিআই পরির্বতন করতে পারবেন। ডিপিআই +/- এর জন্যে মাউস্ টির ওপরে বাম পাশে রয়েছে দুটি বাটন যেটি দিয়ে (২৪০-৪০০০) ডিপিআই পর্যন্ত পরিবর্তন করা সম্ভব। ফরওয়ার্ড এবং ব্যাকও্যারড এর জন্যে মাউস টির নিচের দিকে দুটি এক্সট্রা বাটন আছে। G402 মাউস টিতে থাকছে মোট ৮ টি প্রোগ্রামেবল বাটন, যা গেমার চাইলে নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারেন। ১ মিলি সেকেন্ড রিপোর্ট রেট থাকার ফলে গেমার পাবেন হাই স্পিড ক্লিকিং সুবিধা।
মাউসটির বটম সারফেস ব্যবহার করা হয়েছে লাইট ওয়েট ম্যাটেরিয়াল ফলে যেকোনো সারফেসে এটি ভালোভাবে বসতে পারে । মাউস টির উভয় পাশে এন্টি স্লিপ রাবার গ্রিপ থাকায় খুব সহজেই কন্ট্রোল করা যায় । ইন্টারফেস ব্যবহার করা হয়েছে ইউএসবি এবং এটিতে ২.১ মিটার লেন্থের কেবল ব্যবহার করা হয়েছে । বক্সে পেয়ে যাবেন G402 Mouse এবং ইউজার ডকুমেন্টেশন। প্রোডাক্ট টির বিক্রয় পরবর্তী সেবা থাকছে ২ বছর।
মাক্সিমাম প্লেটাইমের কথা মাথায় রেখে কমফোর্টেবল শেইপে তৈরি এই মাউস টি হবে গেমারের জন্যে আল্টিমেট কমফোর্টেবল একটি মাউস। আজ এ পর্যন্তই ।