বর্তমানে হালের ট্রেন্ড হিসেবে গেমিং কি-বোর্ড এর ব্যবহার বেশ বেড়ে চলছে, আর তাই লজিটেক ব্রান্ডের G213 RGB Gaming keyboard বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনলজিস বিডি লি। এই কি বোর্ড টি স্ট্যান্ডার্ড কি বোর্ডের চেয়ে আপ টু 4 times ফাস্টার।
১৬.৮ মিলিয়ন কালারের মধ্যে থেকে আপনি ৫ টি পর্যন্ত লাইটিং জোন আলাদা ভাবে কাস্টমাইজ করতে পারবেন, ফলে লাইটিং এ আসবে এক অন্য রকম ইফেক্ট । কি বোর্ড টির কি গুলোর ট্রাভেল ডিস্টেন্স থাকছে 4mm.
অন বোর্ড মিডিয়া কন্ট্রোল থাকার কারনে যে কোনও ভিডিও বা মিউজিক ফাইল প্লে, পজ, বা মিউট করতে পারবেন কী বোর্ড থেকেই। এছাড়া এই কি বোর্ডে রয়েছে ১২ টি কাস্টমাইজেবল কি, ফলে গেমার চাইলে নিজের ইচ্ছা মত কি গুলোকে লজিটেক জি হাব সফটওয়ার এর মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবেন।
স্পিল রেজিস্টেন্স সুবিধার ফলে পানি পরে যাবার ভয় থাকে না। এর একটি চমৎকার ফিচার হল এতে বিল্ট ইন পাম রেস্ট সুবিধা রয়েছে, ফলে দীর্ঘক্ষণ গেমিং এর পরেও ফ্যাটিগ হবে কম। ক্লিকিং নয়েজ না থাকায় এটি দিয়ে গেম খেলে আপনি পাবেন অন্য রকম এক ফিলিং।
এর ইন্টারফেস ব্যবহার করা হয়েছে ইউএসবি ২.০, কেবল লেন্থ থাকছে ১.৮ মিটার। উইন্ডোজ ৭ এবং এর পরবর্তী সকল অপারেটিং সিস্টেম এ এটি চলবে। প্রোডাক্টির বিক্রয় পরবর্তী সেবা থাকছে ২ বছর।