বর্তমান সময়ে নিরাপত্তার কথা মাথায় আসলে প্রথমে যে বিষয়টি মাথায় আসে সেটি হল সিসি ক্যামেরা।আজকে আমি কথা বলব যারা বাসা বাড়ি বা অফিসের জন্য সিসি ক্যামেরাটা লাগাতে চাচ্ছেন কিন্তু বেশি টাকা ব্যয় করতে চাচ্ছেন না! তাদের জন্য এই লেখাটি, আপনারা হয়তো অনেকেই জানেন যদি বাসায় বা অফিসে সিসিটিভি ক্যামেরা লাগাতে হয় তাহলে মাথায় চলে আসে CAMERA, NVR, HARD DRIVE, MONITOR, CABLE আরো অনেক কিছু। কিন্তু আজকে আমি যে ক্যামেরার সাথে পরিচয় করিয়ে দিব তাতে কোন CAMERA, NVR, HARD DRIVE, MONITOR, CABLE প্রয়োজন নেই শুধুমাত্র একটি ক্যামেরা দিয়ে আপনি আপনার বাসা অফিস মনিটারিং করতে পারবেন। 😮
2 মেগা পিক্সেল হাজার 1080P Full HD রেকর্ডিং এর জন্য হ টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা আপনার রেগুলার ক্যামেরা রেকর্ডিং এর চেয়ে কমই স্টোরেজের বেশি দিনের ভিডিও রেকর্ডিং রাখতে পারবেন। ক্যামেরাটি প্যান্টিন সুবিধা থাকাই ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে দেখতে পারবেন এছাড়াও ক্যামেরাটিতে স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে অ্যাডভান্স সাউন্ড ডিটেকশন টু এ অডিও বা কথা বলার সুবিধা। এই ক্যামেরাটি সহজে হিউম্যান ডিটেক্ট করতে পারে এই ক্যামেরাতে রয়েছে প্রাইভেসি যার মাধ্যমে সহজে আপনি চাচ্ছেন না এমন ভিডিও রেকর্ড থেকে বিরত রাখা যায় সবথেকে মজার ব্যাপার হলো এই ক্যামেরা গুলার জন্য এক্সট্রা কোন ডিভিআর এনভিআর প্রয়োজন পড়ে না আপনি আপনার মোবাইলের অ্যাপ এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি ওয়াইফের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। চলুন ক্যামেরাটি প্যাকেটের মধ্যে কি কি রয়েছে দেখে নেয়া যায়
প্যাকেটটি খুলে দেখা যায় ক্যামেরা ম্যানুয়াল বুক রয়েছে ক্যামেরা রয়েছে ক্যামেরার সাথে একটি অ্যাডাপ্টার রয়েছে এবং কিছুই স্কুল রয়েছে ক্যামেরাটি কি ওয়া ওয়াল মাউন্ট করার জন্য।