অধিকাংশ ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটরগন শুটিংয়ের জন্য একাধিক ক্যামেরা ব্যবহার করে থাকেন। কারন, যে ক্যামেরায় সিনেমাটিক শট নেয়া যায়, সেই ক্যামেরার স্ট্যাবিলাইজেশন রক্ষা করা প্রায়শই জটিল হয়ে যায়। আবার একশন ক্যামেরাগুলোতে একটু সিনেমাটিক ফুটেজ পাওয়া মুশকিল। তবে, ট্রাভেল কনটেন্ট তৈরিতে যে ক্যামেরা হতে পারে অল ইন ওয়ান সল্যুশন, সেটি হচ্ছে Sony ZV E10L. 16-50 mm এর একটি লেন্স সহ এই ক্যামেরাটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। আপনি চাইলে এই ক্যামেরাটি সাথে নিয়ে ট্রাভেলিংয়ের সময় অতিরিক্ত একটি লেন্স ব্যবহার করতে পারেন। এতে, ভিডিওর পাশাপাশি ফটোগ্রাফির কাজটাও দারুনভাবে করে নিতে পারবেন।
Model: Sony Alpha ZV-E10L
Type: Interchangeable Lens Vlog Camera With 16-50mm Lens
Perfect for: Travel Vlogger, Food Vlogger & any traveler
Warranty: 3 Years (Service), 1 Year (Parts)