রউটার রিভিউ মডেল "Netis W2" রউটার ।। বাজারের সব থেকে কমদামে ওয়াইফাই রউটার

আজ এমন একটি রউটার এর সাথে পরিচয়করিয়ে দিবো যে রউটারটি বাজারের সব থেকে কমদামে ওয়াইফাই রউটার । আজকের  রউটার রিভিউ মডেল  "Netis W2" রউটার । তো চলুন জেনে নি রাউটার টিতে  কি কি সুবিধা আছে।



এই রাউটারটিতে রয়েছে দুইটি ৫ ডিবিএই এন্টেনা। যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০০ এমবিপিএস পর্যন্ত ডাটা ট্রান্সফার এবং রিসিভ করতে পারবে। এই রাউটারটির ফ্রিকোয়েন্সি  রেট  2.4-2.4835GHz । যা আইইইই 802.11 বি, আইইইই 802.11 জি, আইইইই 802.11 এন স্ট্যান্ডার্ড। এই রাউটারটিতে ইন্টারফেস রয়েছে   1 * 10/100 এমবিপিএস  Input Port এবং  চারটি  10/100 এমবিপিএস Output RJ45 Port.
এই ওয়ারলেস রাউটারটি বিভিন্ন মোডে ব্যাবহার করতে পারবেন যেমন এপি, রিপিটার, এপি + ডাব্লুডিএস, ডাব্লুডিএস, ক্লায়েন্ট, মাল্টি এসএসআইডি ইত্য্যাদি। 


                                                                  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Top Post Ad

Below Post Ad