যে উপায় গুলা ফলো করলে আপনার কম্পিউটার কোন রকম ঝামেলা ছাড়াই আপনার কম্পিউটার ভালভাবে চালাতে পারবেন বছর এর পর বছর। এই রকম ৫ টি উপায় সমুহ দেওয়া হলঃ
১)পেন ড্রাইভ ব্যবহারে সতর্ক থাকুন এবং অবশ্যই তা ওপেন করার পূর্বে ভাইরাস স্ক্যান করে নিন
২) কম্পিউটারে অপ্রয়োজনীত্সবে,ফটওয়্যার ও ডাটা হার্ডডিস্ক থেকে মুছে ফেলুন তাতে করে আপনার কম্পিউটার ও ফাস্ট হবে।
৩) ধূলা-বালি ও পানি থেকে যতটুকু সম্ভব নিরাপদে রাখুন।
৪)কম্পিউটারের যেন ভাইরাস আক্রান্ত না করে তাই ভালো মানের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।
৫)আপনার শখের কম্পিউটার বা ল্যাপটপটি সম্ভব হলে দিনে একবার কিছু সময় এর জন্য হলেও ওপেন করবেন।