সিসি টিভি এর ফুল মিনিং হল ক্লোজড সার্কিট টেলিভিশন। দিন যত যাচ্ছে ততো পরিবর্তন আসছে এই সিসি টিভি টেকনোলজিতে। মূলত সিসি টিভি ব্যাবহার করা হয় আপনার বাসা-বাড়ি অফিস বা হাইওয়েতে ভিডিও রেকর্ড এর জন্য।আপনি হয়তো বলতে পারেন আমরাতো হ্যান্ডি ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে পারি।তাদের জন্য বলচি-আপানারা যারা হ্যান্ডি ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে চান তাহলে এই রেকর্ডিং এরজন্য কস্টিং পড়বে অনেক বেশি । আবার আপনি অনেকগুলো ক্যামেরাকে একসাথে কন্ট্রোল করতে পারবেন না ।যা সিসি টিভি সিস্টেম এই সম্ভব।আসুন এবার জানি সিসি টিভি ক্যামেরা কতো টাইপ এর হয়ে থাকে।
সিসি টিভি মূলত টেকনোলজি এর দিক দিয়ে দুই ধরনের হয়ে থাকে। যথা-
১) এইচডি বা অ্যানালগ ক্যামেরা।
২) আইপি ক্যামেরা।